ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় কাভার্ড ভ্যান ও অটো চার্জার মুখোমুখি সংঘর্ষে আাহত-২ ।।।
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি :
ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়ায় কাভার্ড ভ্যান ও অটো চার্জার মুখোমুখি সংঘর্ষে ২ জন আহত হওয়ার ঘটনা ঘটে। ঘটনাটি ঘটে ০৮ আগস্ট সন্ধ্যা সাড়ে সাতটার সময়। জানা যায়, রুহিয়া-আটোয়ারী সড়কের ঘুরুনগাছ (চার পুকুরী) নামক স্থানে একটি কাভার্ড ভ্যানের সাথে অটো চার্জার মুখোমুখি সংঘর্ষ হয় এতে অটোতে থাকা দুইজন যাত্রী আহত। সাথে সাথে আশে পাশের লোকজন আহত যাত্রীদের উদ্ধার করে আটোয়ারী স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। আহত ব্যাক্তি (১) আল আমিন পিতা: আ: সাত্তার, (২) ফয়জুল পিতা: ফইমদ্দিন উভয়ের বাড়ী পঞ্চগড় জেলায়। গুরুতর আহত আল আমিন বর্তমানে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রুহিয়া থানার এস আই সিদ্দিক জানান, গুরুতর আহত আল আমিনের চাচা জামসেদ আলী বাদী হয়ে রক্সি পেইন্ট কাভার্ড ভ্যানের ড্রাইভার আবু তালেব ও হেলফার সাব্বির হোসেন দুইজনকে আসামী করে রুহিয়া থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং ০২ তারিখ ০৯ আগস্ট ২০১৯। রক্সি পেইন্ট কাভার্ড ভ্যানটি (ঢাকা মেট্রো- ম ১১৪৪৪৯) বর্তমানে রুহিয়া থানার জিম্মায় রয়েছে। বিষয়টি নিশ্চিত করেন রুহিয়া থানার ওসি প্রদীপ কুমার রায়।
আরো পড়ুন: