ঠাকুরগাঁওয়ের বিশিষ্ট ব্যবসায়ী দুলালের জানাযায় শোকার্ত মানুষের ঢল।।।
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া পশ্চিম ইউনিয়নের কশালগাও গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী ও রুহিয়া পশ্চিম ইউনিয়ন বিএনপি’র সভাপতি মো: রিয়াজউদ্দীন আহমেদ দুলাল (৫৫) গত ১৭ আগস্ট (শনিবার) দুপুর ১২.৩০ টায় ঠাকুরগাঁও সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্না…. রাজেউন)। মরহুমের নামাজে জানাযা ১৮ আগস্ট (রবিবার) সকাল ১১ টায় সেনিহারী পুকুর পাড় জানাযা মাঠে অনুষ্ঠিত হয় এবং জানাযা শেষে তাকে তার পারিবারিক গোরস্হানে দাফনকার্য সম্পন্ন করা হয়। বিশিষ্ট ব্যবসায়ী দুলালের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও ঠাকুরগাঁও জেলা বিএনপি’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব তৈমুর রহমান, ঠাকুরগাঁও পৌরসভার মেয়র জনাব মির্জা ফয়সাল আমিন, রুহিয়া থানা বিএনপি’র আহবায়ক মো: আনছারুল হক, রুহিয়া থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো: আবু সাঈদ বাবু, ১নং রুহিয়া ইউপি চেয়ারম্যান মনিরুল হক বাবু, ২০নং রুহিয়া পশ্চিম ইউপি চেয়ারম্যান অনিল কুমার সেন, রুহিয়া পশ্চিম ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো: আশরাফুল ইসলাম, সাধারন সম্পাদক মো: নুর ইসলাম নুরু প্রমুখ।
আরো পড়ুন: