টেস্ট খেলতে বন্দরনগরীতে সাকিবরা
স্টাফ রিপোর্টা
আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট খেলতে চট্টগ্রামে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। আজ রোববার সন্ধ্যায় বিমান যোগে বন্দরনগরীতে পোঁছায় তারা। সাকিব-মুশফিকরা বিমানবন্দর থেকে সরাসরি হোটেল রেডিসনে ব্লুতে চলে যান।
এর আগে গত শুক্রবার বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্ট ও ত্রিদেশীয় সিরিজ খেলতে বাংলাদেশে আসে আফগানিস্তান ক্রিকেট দল।
আগামী ৫ সেপ্টেম্বর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আফগানদের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচটি শুরু হবে।
টেস্টের পরেই শুরু হবে ত্রিদেশীয় সিরিজ। ১৩ তারিখ থেকে শুরু হয়ে ২৪ তারিখ ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে ত্রিদেশীয় সিরিজ। বাংলাদেশ-আফগানিস্তান ছাড়া আরেকটি দল হলো জিম্বাবুয়ে।
বাংলাদেশের টেস্ট স্কোয়াড :
সাকিব আল হাসান, সৌম্য সরকার, শাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাশ, মো. মিথুন, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসাইন সৈকত, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, আবু জায়েদ রাহি, তাসকিন আহমেদ ও এবাদত হুসাইন।
আরো পড়ুন: