টুনটুনি —
নিপা শিকদার
কেমন আছিস টুনটুনি বুড়ি
জানতে মন চায়?
অভিমানগুলো মুছে ফেলে
আয় ফিরে বুকে আয়।
কথা ছিলো থাকবি পাশে
আসুক যত গ্লানি
নিত্য মুখে আছিস সুখে
ভুলে গেছিস জানি।
তোর কথা ভেবে ভেবে
আমার চোখের নিচে কালি
তোর সুখ দেখে শান্তি আমার
প্রজাপতি দেক তালি।
আরো পড়ুন: