March 23, 2023, 8:26 pm

#
ব্রেকিং নিউজঃ
বুড়িচংয়ে সম্পত্তি বিরোধের জেরে ৫জনকে কুপিয়ে জখম; মামলা তুলে নিতে হুমকি।মহেশপুরে পুত্রের লাঠির আঘাতে পিতার মৃত্যু.জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার নির্বাচিত হলেন সাদিয়া ইসলাম: নড়াইল সদর।কুমিল্লায় নব-গঠিত কৃষক দলের আহবায়ক কমিটির পরিচয় সভা অনুষ্ঠিত।বাউফলে ডাকাত চিহ্নিত, মালামাল উদ্ধার হলেও প্রকাশ্যে ডাকাতদের চলাফেরা।ইশ্বরগঞ্জে ঘুমন্ত মা কে কুপিয়ে হত্যা, ঘাতক ছেলে আটক।কুমিল্লা মহানগর জাতীয়তাবাদী কৃষকদলের আহবায়ক কমিটি গঠন।কুমিল্লায় বর্ণাঢ্য আয়োজনে সময়ের আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন।কুমিল্লা আর্দশ সদর উপজেলার ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের বিদায়ী শিক্ষার্থীদের দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।বরুড়ায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর নির্বাচন অফিস ভাঙচুর।

ঝিনাইদহ বিজিবির অভিযান,পৌনে ২ কেজি স্বর্ণসহ নারী আটক!

ঝিনাইদহ বিজিবির অভিযান,পৌনে ২ কেজি স্বর্ণসহ নারী আটক।

সেলিম রেজা(ঝিনাইদহ)প্রতিনিধিঃ

ভারতে পাচাররত পৌনে ২ কেজি ওজনের স্বর্ণের বারসহ চুয়াডাঙ্গার জীবননগরে এক নারী পাচারকারীকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার শাখারিয় পিচমোড় থেকে গোপন সংবাদের ভিত্তিতে উথলী বিশেষ ক্যাম্পের বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে এ স্বর্ণ উদ্ধার করে। বিজিবি সূত্র জানায়, ঝিনাইদহের খালিশপুরস্থ-৫৮ বিজিবি ব্যাটালিয়নের অধীন জীবননগর উপজেলার উথলী বিশেষ ক্যাম্পের সদস্যরা উপজেলার সীমান্ত ইউনিয়নের শাখারিয় পিচমোড়ে অভিযান চালান। বেলা সাড়ে ১১টার দিকে গয়েশপুর গ্রামের মসজিদপাড়ার আব্দুর রশিদের স্ত্রী মাবিয়া (৪১) খাতুনকে বিজিবি সদস্যরা আটক করে। এ সময় তার দেহ তল্লাশি করে ৩টি পুটলা উদ্ধার করে বিজিবি। উদ্ধারকৃত পুটলা থেকে ১০টি স্বর্ণের বার ও ১১টি স্বর্ণের টুকরা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ১ কেজি ৭৪০ গ্রাম। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৬৬ লাখ ৩৯ হাজার ৬৪৩ টাকা। বিজিবির জিজ্ঞাসাবাদে আটক নারী মাবিয়া জানান, তিনি ৫০০ টাকা মজুরিতে এ স্বর্ণ বহন করছিলেন। উপজেলা শহরের আঁশতলাপাড়ার গিয়াসউদ্দিনের ছেলে মিলন তার কাছে এ স্বর্ণের চালান দেয়। স্বর্ণ বহন করে মাবিয়া গয়েশপুর গ্রামের বিশারত আলীর ছেলে বড় মিয়ার হাতে তুলে দিতেন। এরপর হাত বদল হয়ে চলে যেত ভারতে। এ স্বর্ণের প্রকৃত মালিক সীমান্ত ইউনিয়ন পরিষদের সদস্য গয়েশপুর গ্রামের ইসরাফিল হোসেন ওরফে পকু মেম্বার বলে বিজিবির কাছে স্বীকার করেন মাবিয়া। এর আগেও মাবিয়া একই মালিকের স্বর্ণের চালান তিন দফায় পাচার করেছেন বলে বিজিবিকে জানিয়েছেন। ৫৮ বিজিবির পরিচালক লে. কর্নেল তাজুল ইসলাম বৃহস্পতিবার বিকালে ব্যাটালিয়নের এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

#

     আরো পড়ুন:

পুরাতন খবরঃ

শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১