ঝিনাইদহে মোবাইল চোর চক্রের সদস্য মহেশপুরের এক যুবক আটক।
মিজানুর রহমান,মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ
ঝিনাইদহ জেলা গোয়েন্দা শাখার একটি চৌকশ দল,বিশেষ অভিযান পরিচালনাকালে আসামি ১/মোঃ সাদ্দাম হোসেন পিতা- মৃত নুরুল ইসলাম ,সাং- আলমপুর , থানা-মহেশপুর,জেলা- ঝিনাইদহ,২। মোঃ আকাশ আলী,পিতা- ওহিদুল ইসলাম,সাং- বলিদাপাড়া,থানা- কালীগঞ্জ,জেলা- ঝিনাইদহদ্বয়কে ১০ (দশ) টি চোরাই মোবাইল ফোন সহ আটক করে।এই বিষয়ে তাদের বিরুদ্ধে একটি মামলা হয়েছে।
আরো পড়ুন: