সেলিম রেজা(ঝিনাইদহ)প্রতিনিধিঃ
ঝিনাইদহের মহেশপুরে অস্ত্র ও গুলিসহ অস্ত্র ব্যবসায়ী হবিবর রহমান (৪০)কে আটক করেছে গোয়েন্দা পুলিশ। ১৯ মে রোববার ভোররাতে মহেশপুর উপজেলার নেপা ইউপির সলেমানপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। তিনি উপজেলার নেপা ইউপির বাঘাডাঙ্গা পূর্বপাড়ার মতিয়ার রহমানের ছেলে। গোয়েন্দা পুলিশের ওসি জাহাঙ্গীর হোসেন জানান গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে মহেশপুর উপজেলার সলেমানপুর গ্রামে অস্ত্র কেনা বেচা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে তাহার নেতৃত্বে ওসি সামছুজ্জোহা এস আই আবুজার গিফারী, এ এস আই আব্দুল হাকিম সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালায়। এসময় হবিবর রহমানকে আটক করে। পরে তার দেহ তল্লাসী করে একটি ওয়ান শুট্যার গান ও ১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তিনি আরো জানান আটককৃত হবিবর ভারত থেকে অবৈধ ভাবে অস্ত্র এনে দেশের বিভিন্ন মাধ্যম অস্ত্র বিক্রি করে আসছিলো। এব্যাপারে অস্ত্র ব্যবসায়ী হবিবরের বিরুদ্ধে অস্ত্র পাচার আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে।
আরো পড়ুন: