জয় বাংলা হিউমিনিটি ট্রাস্ট এ উদ্বোধনী অনুষ্ঠানে আজ গাজিমুড়া মাদ্রাসায়।
রবিউল হোসাইন সবুজঃ
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। লাকসাম সিংহ পুরুষ বিশিষ্ট আওয়ামী লীগ নেতা আলহাজ্জ্ব মৃত শোরুজ মিয়ার, ছোট ভাই মোঃ তাবারক উল্লাহ কায়েস, সভাপতি, লাকসাম পৌরসভা আওয়ামী লীগ। আরো উপস্থিত ছিলেন,
বিশেষ অতিথিঃ জনাব মোঃ জাহাঙ্গীর আলম।
সাধারণ সম্পাদক,লাকসাম উপজেলা সেচ্ছাসেবী লীগ।
জনাব মোঃ সাখাওয়াত হোসেন সাখন, সাংগঠনিক সম্পাদক, লাকসান পৌরসভা আওয়ামী লীগ। জনাব মোঃ ইউছুফ আলম, বিশিষ্ট ব্যবসায়।
সভাপতিত্ব করেনঃ জনাব মোঃ সিহাব খাঁন, প্রধান উপদেষ্টা, জয় বাংলা হিউম্যান ট্রাস্ট, সভাপতি, লাকসাম উপজেলা ছাএলীগ।
তিনি বলেন তরুনদের এমন কাজ করতে দেখে আমার অনেক ভালো লাগছে। আর আমি ওদের পাশে সব সময় থাকবো। শুধু গাজিমুড়া বাসিনা, লাকসাম উপজেলা পরিষদের সকল গ্রাম থেকে গ্রামে জয় বাংলা হিউম্যান ট্রাস্ট এর সেবা সবার দুয়ারে পুছে দিবো।
আর এ সংগঠনের কাজ হবেঃ-
★ রক্তের ব্যবস্হা করা।
★ মাদক নির্মূন করা।
★ উন্নয়ন মূলক কাজ।
★ পরিস্কার ও পরিচ্ছন্নতা অভিযান।
★ শৃঙ্খল তৈরি করা।
★ দরিদ্র ও মেধাবী ছাএ-
ছাএীদের আর্থিক সহযোগিতা প্রদান করা। আর এভাবে সব গ্রামে, গ্রামে এমন ভালো সংগঠন করা দরকার।
আরো পড়ুন: