জয়নগর জনকল্যাণ পরিষদের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা ক্যাম্পেইন ও ফ্রী ব্লাড গ্রুপিং অনুষ্ঠিত
নিউজ ডেক্সঃ
লালমাই উপজেলার জয়নগর চৌমুহনী বাজারে দেশব্যাপী ডেঙ্গুর প্রকোপ থেকে মুক্তির লক্ষ্যে ও প্রতিরোধে জয়নগর জনকল্যাণ পরিষদের উদ্যােগে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা মূলক ক্যাম্পেইন ও ফ্রী ব্লাড গ্রুপিং অনুষ্ঠিত হয়।
জয়নগর চৌমুহনী বায়তুলমামুর জামে মসিদের খতিব মাওলানা নাঈম উদ্দিন সিদ্দিকীর সভাপতিত্বে
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাগমারা দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নিজাম উদ্দিন
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীণ আওয়ামী লীগ নেতা ও সাবেক মেম্বার হায়দার আলী সাহেব,
প্রবীণ আওয়ামী লীগ নেতা ডাক্তার রফিকুল হোসাইন,মাওলানা আব্দুল করিম, ডাক্তার অলিউল্লাহ,মোহাম্মদ জিয়াউর রহমান,বিবিসি বার্তা২৪. এর নির্বাহী সম্পাদক ও লালমাই প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য মোঃ ইকবাল হোসাইন ডেন্টিস্ট মোঃ আব্দুল মান্নান (সামী) সহ সংগঠনের সকল সদস্য ও এলাকার সর্বস্তরের জনসাধারণ। এতে বক্তারা বলেন যে,জমে থাকা নোংরা পানি,ময়লা আর্বজনা, এবং আমাদের চারপাশে থাকা সকল জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে,সবাই নিজ নিজ উদ্যােগে এই কাজগুলো করতে হবে।
এবং অন্যদেরকেও উৎসাহী করতে হবে আর জনসাধারণকে সচেতন করতে পারলেই ডেঙ্গর প্রকোপ থেকে মুক্তি পাওয়া যাবে বলে আশা করি।এবং জয়নগর জনকল্যাণ পরিষদের এই যোগপযোগী কাজের জন্য সংগঠনের সকল সদস্য কে ধন্যবাদ জানান।
রক্ত দিন জীবন বাঁচান এই স্লোগান কে সামনে নিয়ে এর পর শুরু হয় ফ্রী ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন।
এতে সর্বসাধারণ স্বতঃস্ফূর্তভাবে তাদের রক্তের গ্রুপ পরিক্ষা করেন। এই কর্মসূচী সকাল ৯ টা থেকে বিরতিহীনভাবে দুপুর ১ পর্যন্ত চলবে এবং দুপুর ২ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত জয়নগর পশ্চিমপাড়া ঈদগাহ মাঠে চলবে বলে জানান সংগঠনের নেতৃবৃন্দ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালেযর ছাত্র নেছার উদ্দিন,মানারাত ইউনিভার্সিটির ছাত্র শিশু সংগঠক সাইফুল ইসলাম পারভেজ প্রমুখ।