জ্বর ঘুম
নজির আহমেদ
গা গরম,
চোখে মুখে শরম,বৃত্ত এঁকেছে ধরম।
তুমি ঘুমন্ত
ঘুমিয়ে থাকো জ্বর ঘুমে।
কতবার বাড়িয়ে হাত
ফিরিয়ে নিয়েছি কোলে,কতবার পথভুলে
কিছুদুর গিয়ে ফিরে আসা।
ইচ্ছে ছিলো জাগাবো তোমাকে
কিন্তু জাগাইনি
ইচ্ছে করেই ইচ্ছের গলাটিপে ধরেছি।
মাঝে মাঝে মনে হয়
যা করেছি তা ভালোই করেছি,যা করিনি তাও।
না জাগিয়ে নিরাপদ আছি
যদি তুমি জেগে উঠতে দিতে কী ছাড়(?)
বরং ঘুমিয়েই থাকো,এখনও সময় হয়নি তোমার
টাট্টু ঘোড়াতে চড়ার….।