মিজানুর রহমান,মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ
চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে বুধবার সকালে জীবননগর উপজেলার উথলী বাস স্ট্যান্ডে অভিযান চালিয়ে ৩৬ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে জীবননগর থানা পুলিশ।
আটকৃত মাদক ব্যাবসায়ী একজন পার্শবর্তী মহেশপুর উপজেলার ডাল ভাঙ্গা গ্রামের মোক্তার মন্ডলের স্ত্রী মাজেদা খাতুন (৪২) ও অপরজন জীবননগর উপজেলার গয়েশপুর মন্ডল পাড়ার মৃত টিপুর স্ত্রী সবুরা খাতুন (৪০)।
জীবননগর থানার ওসি (তদন্ত) ফেরদৌস ওয়াহিদ বলেন, জীবননগর থানার সেকেন্ড অফিসার এস আই নাহিরুল ইসলাম ও এ এস আই ইমামুল এ এস আই মিলন সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে জীবননগর উপজেলার উথলী বাস স্ট্যান্ডে অভিযান চালিয়ে মহেশপুর থানার ডালভাঙ্গা গ্রামের মোক্তার মন্ডলের স্ত্রী মাজেদা খাতুন (৪২) ও জীবননগর উপজেলার গয়েশপুর মন্ডল পাড়ার মৃত টিপুর স্ত্রী সবুরা খাতুন (৪০) উভয়ের কাছ থেকে ৩৬ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করে।
আটকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা প্রক্রিয়াধীন।