জানা-অজানা ঋণ
– শাহজাহান সিরাজ সবুজ
মেঝেতে শুয়ে আমার সাধের স্বপ্নরা,
নির্ঘুম চোখে দীর্ঘশ্বাসে ভরায় বুক।
মিথ্যা ভাবনায় রাঙাতে চাইনা জীবন,
ভাবনাগুলো খাঁচায় বন্দী,
ফুটতে পারেনি আসল রূপে,
ক্ষয়ে যাচ্ছে দিনকে দিন।
কল্পনাতে অসীম প্রেমের সুখ স্বস্তি
আর নাহি খুঁজি!
সময় চলে যাচ্ছে, চলে যাবো আমি,
শুধু পরে রবে স্মৃতি!
স্মৃতির মলাটে জমেছে ধুলোর স্তর,
সবকিছু কেমন যেনো আবছা লাগে।
জীবনে গোধূলি নেমে এসেছে,
বিষাদে ভরে গেছে দেহ- মন,
নিঃশব্দে গ্রাস করছে আমায়।
স্বাধীন আড্ডা, বন্ধু-বান্ধবী,
তর্ক-বির্তক আর ভালো লাগেনা।
সময় শেষ!
এখন শোধিতে হবে আমায়,
অনেক জানা-অজানা ঋণ।