রবিউল হোসাইন সবুজ,লাকসাম প্রতিনিধিঃ
‘‘কণ্যা শিশুর অগ্রযাত্রা দেশের জন্য নতুন মাত্রা’’ এ প্রতিপাদ্য বিষয় নিয়ে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের আওতায় ‘জাতীয় কণ্যা শিশু দিবস’উদযাপন উপলক্ষে লাকসাম উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার সকালে লাকসাম উপজেলা পরিষদ মিলনায়তনের সামনে মানববন্ধন ও র্যালী অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি: লাকসাম উপজেলার সম্মানিত চেয়ারম্যান এডভোকেট মো: ইউনুস ভূঁইয়া। উক্ত র্যালী ও আলোচনা সভায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা জোহরার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উজালা রানী চাকমা, উপজেলা তথ্য অফিসার রোকাইয়া, উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার উপন্যাস চন্দ্র দাশসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ।
আরো পড়ুন: