March 27, 2023, 6:25 am

#
ব্রেকিং নিউজঃ
বুড়িচংয়ে সম্পত্তি বিরোধের জেরে ৫জনকে কুপিয়ে জখম; মামলা তুলে নিতে হুমকি।মহেশপুরে পুত্রের লাঠির আঘাতে পিতার মৃত্যু.জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার নির্বাচিত হলেন সাদিয়া ইসলাম: নড়াইল সদর।কুমিল্লায় নব-গঠিত কৃষক দলের আহবায়ক কমিটির পরিচয় সভা অনুষ্ঠিত।বাউফলে ডাকাত চিহ্নিত, মালামাল উদ্ধার হলেও প্রকাশ্যে ডাকাতদের চলাফেরা।ইশ্বরগঞ্জে ঘুমন্ত মা কে কুপিয়ে হত্যা, ঘাতক ছেলে আটক।কুমিল্লা মহানগর জাতীয়তাবাদী কৃষকদলের আহবায়ক কমিটি গঠন।কুমিল্লায় বর্ণাঢ্য আয়োজনে সময়ের আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন।কুমিল্লা আর্দশ সদর উপজেলার ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের বিদায়ী শিক্ষার্থীদের দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।বরুড়ায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর নির্বাচন অফিস ভাঙচুর।

“জমজমাট বই মেলা, বই কিনছে তরুণ -তরুণীরা “

মোঃ ইসমত দ্দোহা, স্টাফ রিপোর্টার, ঢাকা :

“পড়ি বই গড়ি দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ “,এই স্লোগান নিয়ে চলছে বই মেলা -২০২৩, বাংলা একাডেমি আয়োজিত একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যান অংশে মাস ব্যাপি বই মেলার ১২ তম দিনে এসে জমে উঠেছে প্রাণের অমর একুশে বই মেলা।গত দুই বছর কভিড পরিস্থিতি ‘র কারনে সীমিত পরিসরে বই মেলা আয়োজন করা হলেও তা ছিলো প্রাণহীন ভয় আতংক নিয়ে উপস্থিতি।
কিন্তু এবার সব ধরনের আশংকা উড়িয়ে মাননীয় প্রধানমন্ত্রী মেলা প্রাঙ্গনে এসে বই মেলা উদ্বোধন করেন। তারপর থেকেই জমজমাট হয়ে উঠেছে বই মেলা, নিরাপত্তা ব্যবস্থাও রয়েছে প্রয়োজনীয়। মেলায় প্রবেশের মুখে নিরাপত্তা গেইট দিয়ে সারিবদ্ব ভাবে দর্শনার্থীদের প্রবেশের সময় আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে সতর্ক পাহারায়। প্রয়োজনে করছে নিরাপত্তা চেকআপ, এতে অবশ্য কেউ বিরক্ত হচ্ছে না হাসিমুখে সহযোগিতা করছে সবাই।

প্রবীণ লেখকদের পাশাপাশি নবীন লেখকদেরও প্রচুর বই প্রকাশিত হয়েছে এবারের বই মেলায়।নবীন লেখকদের উৎসাহ দিতে মেলায় আসছেন পরিবারের সদস্য, বন্ধু, শুভাকাঙ্ক্ষী ও সহপাঠীরা। ভার্সুয়াল এই যুগে নিজেদের মাঝে যোগাযোগ করে দলবদ্ধভাবে মেলায় আসছে দেশের বিভিন্ন প্রান্ত হতে সহপাঠীরা। সাহিত্যাদেশ স্টলে গিয়ে দেখা গেলো এক অভূতপূর্ব দৃশ্য, লেখিকা মরিয়ম জাহানকে শুভেচ্ছা জানাতে ছুটে এসেছে ২০০১ ব্যাচের এসএসসি বন্ধুরা। দীর্ঘদিন পর মেলা উপলক্ষে দেখা হওয়ার ফলে সবাই আবেগপ্রবণ হয়ে একে অন্যের সাথে স্মৃতিচারণ করছে ছাএ জীবনে মেলায় আনন্দ করার দিনগুলি নিয়ে। গল্প আড্ডা ‘র মাঝে বন্ধুকে উৎসাহ দিতে কিনছে বই।

তবে আশাজাগানিয়া বিষয় হচ্ছে স্মার্টফোন হাতে নিয়ে মেলায় আসলেও উল্লেখযোগ্য হারে তরুণ – তরুণীরা কিনছে বই, পড়ছে বই।বিশেষ করে নারী তরুণ লেখক ও তরুনীদের পদচারণায় মুখরিত মেলা প্রাঙ্গণ। তরুনীদের পদচারণায় বসন্তের আগেই মেলায় বইছে বসন্ত বাতাস, মেলায় দিয়েছে নতুন প্রাণ।

গত এগারো দিনে মেলায় এসেছে উল্লেখযোগ্য বেশ কিছু বই, সাংবাদিক নঈম নিজামের “খোয়াজ খিজিরের চশমা, সাংবাদিক সৈয়দ বোরহান কবির এর “করোনাকাল রাজনীতি ও দুর্নীতি, অভিনেত্রী আশনা হাবীব ভাবনার, ডানপন্হী কবিতারা, মরিয়ম জাহানের ” কাংখিত প্রত্যুষের প্রতীক্ষায়, শেষ অধ্যায়ের প্রতিশ্রুতি অক্ষুন্ন রেখো, ফারজানা ইলা ‘র, শব্দ দহন তৃতীয় উপাখ্যান ইত্যাদি।
বাংলা একাডেমির জনসংযোগ উপবিভাগের তথ্য অনুযায়ী গতকাল অমর একুশে বই মেলার এগারোতম দিনে নতুন বই প্রকাশ পেয়েছে ১৯১ টি। প্রকাশিত বইগুলোর মধ্যে গল্পের বই ২১ টি, উপন্যাস ৩২, প্রবন্ধ. ৯,কবিতা ৫১,গবেষণা ৩,ছড়া ৬,শিশুসাহিত্য ৯,আত্মজীবনী ৪,রচনাবলী ২,মুক্তিযুদ্ধ ভিওিক ২,নাটক ১, বিজ্ঞান বিষয়ক ৫,ভ্রমন ২,ইতিহাস ৬, রাজনীতি ২,চিকিৎসা / স্বাস্থ্য বিষয়ক ৪, বঙ্গবন্ধু বিষয়ক ৩,রম্য ২, ধর্মীয় ১,সায়েন্সফিকশন ৬ ও অন্যান্য ২০ টি বই।
গত ১১ দিনে মেলায় নতুন বই এসেছে ১ হাজার ২১৬ টি।

তবে মেলায় আগত সাহিত্য প্রেমিদের কাছে খাবার হোটেল স্টল বরাদ্দের ফলে হৈচৈ, যএতএ ময়লা আবর্জনা ফেলে রাখার বিষয়টি বিরক্তিকর ও দৃষ্টিকটু মনে হয়েছে।

#

     আরো পড়ুন:

পুরাতন খবরঃ

শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১