March 20, 2023, 1:24 pm

#
ব্রেকিং নিউজঃ
বুড়িচংয়ে সম্পত্তি বিরোধের জেরে ৫জনকে কুপিয়ে জখম; মামলা তুলে নিতে হুমকি।মহেশপুরে পুত্রের লাঠির আঘাতে পিতার মৃত্যু.জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার নির্বাচিত হলেন সাদিয়া ইসলাম: নড়াইল সদর।কুমিল্লায় নব-গঠিত কৃষক দলের আহবায়ক কমিটির পরিচয় সভা অনুষ্ঠিত।বাউফলে ডাকাত চিহ্নিত, মালামাল উদ্ধার হলেও প্রকাশ্যে ডাকাতদের চলাফেরা।ইশ্বরগঞ্জে ঘুমন্ত মা কে কুপিয়ে হত্যা, ঘাতক ছেলে আটক।কুমিল্লা মহানগর জাতীয়তাবাদী কৃষকদলের আহবায়ক কমিটি গঠন।কুমিল্লায় বর্ণাঢ্য আয়োজনে সময়ের আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন।কুমিল্লা আর্দশ সদর উপজেলার ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের বিদায়ী শিক্ষার্থীদের দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।বরুড়ায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর নির্বাচন অফিস ভাঙচুর।

জন্মদিবসে শ্রদ্ধা হে কিংবদন্তি… হুমায়ুন ফরীদি; আমাদের সর্বকালের সর্বসেরা অভিনেতা!

জন্মদিবসে শ্রদ্ধা হে কিংবদন্তি…
হুমায়ুন ফরীদি; আমাদের সর্বকালের সর্বসেরা অভিনেতা!

‘১৯৬৫ সালে একবার বাবার বেতনের টাকা থেকে দশ টাকা চুরি করেছিলাম। আমি এমন একটা ভাব নিলাম যেন আমি টাকা চুরি করার প্রশ্নই আসেনা। এটাই সম্ভবত ছিল আমার জীবনের প্রথম অভিনয়।’

ছোটবেলায় তিনি ছিলেন খুব দুরন্ত, অস্থির। এক জায়গায় অনেকক্ষণ থাকত না; আর অনর্গল কথা বলত। কিছুটা বাচাল ধরনের। ছোটবেলায় হতে চাইত তার বাবার মতো; আবার অতিরিক্ত খাওয়ার ইচ্ছা ছিল খুব তাই একবার চিন্তা করল বাবুর্চি হওয়া যাক! কিন্তু তা সম্ভব ছিলনা। তার পকেট খরচের চেয়ে সিনেমার টিকের দাম বেশি হওয়ায় চিন্তা করল সিনেমা হলের গেট কিপার হওয়া যাক। ১০/১১ বছর বয়সে তার মাথায় এসব চিন্তা ঘুরত।

বাবা সরকারী চাকুরী করায় ঘুরে বেড়িয়েছে দেশের বিভিন্ন জেলা। সপ্তম শ্রেণীতে পড়ার সময় প্রেমে পড়েন এক গার্লস স্কুলের শিক্ষিকার উপর। অদ্ভুতুড়ে চিন্তাভাবনা।

হাইস্কুল, কলেজ শেষে দেশের মুক্তিযুদ্ধ পরিবর্তী অবস্থা আর নিজের ভবঘুরে জীবনের জন্য পাঁচ বছরের গ্যাপ দেওয়ার পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে ভর্তি হোন।

এম এ পাস করে বের হওয়ার পরে কিছুদিন ব্যবসা আর চাকুরী করার চেষ্টা করেছেন; কিন্তু সেখানে উৎকোচ দিতে হয়। তাই ফিরে এসেছে অভিনয়ে।

জাবির আন্তঃহল নাট্য প্রতিযোগিতা থেকে সেলিম আল দীনের সাথে ঢাকায় এসে কাজ করা। কয়েকটা টিভি নাটক; এরপরে ১৯৮৩ সালে সেলিম আল দীনের সিরিয়াল ‘ভাঙ্গনের শব্দ শুনি’ তে গ্রামের মোড়লের চরিত্র অভিনয় করে রাতারাতি তারকাখ্যাতি পেয়ে যান।

ছিলেন ভোজন রসিক, খেতে খুব পছন্দ করতেন। তিনি মনে করতেন পৃথিবীর বেশীরভাগ সৃষ্টিশীল মানুষ খাদ্যরসিক। খেলাধুলা পছন্দ করতেন খুব। ক্রিকেট প্রিয় ছিল খুব। বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময়ে ক্রিকেট খেলেছেন বেশ। শচীন টেন্ডুলকার ছিল তার প্রিয় ব্যাটসম্যান আর বাংলাদেশের বাইরে প্রিয় দল ছিল শ্রীলংকা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অতিথি পাখি শিকার বন্ধ করা শুরু হয়েছিল তার হাত ধরে।

তিনি বিশ্বাস করতেন; ‘বন্ধুত্বের কোন বয়স হয়না। সবাই ছেড়ে চলে; কিন্তু বন্ধুরা থেকে যাবে।’ স্টাইল করত নিজের মতো। কখনো শার্ট ইন করা বা গুটিয়ে পড়তেন না।

সবসময় সহজ সরল জীবনযাপন করতেন। টাকার মারপ্যাঁচ বুঝতেন না।

তার জন্ম ১৯৫২ সালের আজকের দিনে আর প্রস্থান ২০১২ সালের ১৩ ফেব্রুয়ারি। আদতে তার মতো কিংবদন্তীর কী মৃত্যু আছে? তিনি তো বেঁচে থাকবেন তার জন্য টিভিসেটের সামনে বসা কোটি কোটি মানুষের অন্তরে।

#

     আরো পড়ুন:

পুরাতন খবরঃ

শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১