জন্মদিনে তোমার জন্য একটাই দোয়া, আল্লাহতালা তোমাকে আমাদের মাঝে বাঁচিয়ে রাখুন।
শেখ মোহাম্মদ নিফাউল ইসলাম পলাশের ওয়াল থেকেঃ—
ঢাকায় বসবাসরত বিশিষ্ট্য লেখিকা ও কবি-
পূর্ণিমা খানম মেঘ আপুর শুভ জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন
সেই সাথে রইলো অবিরাম-সহস্রবাদ ভালোবাসা.
পূর্ণিমা খানম মেঘ আপু-লেখিকা ও কবি-বর্তমানে ক্যানসার রোগে আক্রান্ত,
সবার কাছে উনার জন্য দোঁয়ার দরখাস্ত করছি.
সেই সাথে আমার ব্যক্তিগত পক্ষ থেকে মহান আল্লাহ্ তায়ালার দরবারে প্রার্থনা করি
আল্লাহ্ যেনো তাহাকে সুস্থতা দান করেন.
আমীন ছুম্মা আমীন।
#শুভেচ্ছান্তে_ও_দোঁয়া_কামনায়–
লেখক কবি- ও সংগঠক-
শেখ.মোঃ-নিফাইউল ইসলাম-পলাশ।
অনেক অনেক শুভেচ্ছা আমাদের পক্ষ থেকে
বিবিসি বার্তা২৪ এর প্রকাশক ও সম্পাদক সাংবাদিক এম এ কাদের অপু