জননীর ড্রাইভারের গাফলতিতে চাটখিলে বাস খালে, নিহত ৩
=======
চাটখিল থেকে মুক্তার হোসেন মুক্তাঃ চাটখিল-রামগঞ্জ মহাসড়কের চাটখিল উপজেলার মুন্সির রাস্তা নামক স্থানে আজ সকাল পৌনে ১০ টার দিকে স্থানীয় বাস সার্ভিস জননী পরিবহনের একটি গাড়ী সড়কের পাশে খালে পড়ে গেলে ৩ জন নিহত এবং প্রায় ৩৫ জন আহত হয়।
গাড়িতে থাকা আহত ফারুক হোসেন দাবি করেন, গাড়িটির চালক তার বাম পাশের সিটে বসা এক সুন্দরী মহিলার দিকে তাকাতে তাকাতে গাড়ি চালালে গাড়িটির নিয়ন্ক্রন হারিয়ে ফেলে এ সড়ক দুর্ঘটনাটা ঘটে।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ৩ জনের লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন তাদের মধ্য ২ জনের পরিচয় নিশ্চিত করা গেছে।
এ দুজন হলেন সোনাইমুড়ী উপজেলার নাওতলা গ্রামের জহিরুল ইসলামের ছেলে ভাঙ্গারী মালের ব্যবসায়ী নুর আলম (৩৫) এবং অপরজন বেগমগঞ্জ উপজেলার মিরওয়ারিশপুর গ্রামের মৃত লেদু মিয়ার ছেলে জাফর আহমেদ। পেশায় তিনি একজন সুইপার।