আলমগীর অপু:
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা ছাত্রলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক ও বৃহত্তর বাগমারা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সেক্রেটারী আকতার হোসেন পারভেজ প্যানকাইটিজ রোগে আক্রান্ত হয়ে ঢাকা বিআরবি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অসুস্থ এই ছাত্রনেতাকে দেখতে শনিবার রাতে বিআরবি হাসপাতালে যান মাননীয় অর্থমন্ত্রীর এপিএস কেএম সিংহ রতন ও লালমাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান মজুমদার। এসময় তারা ছাত্রনেতা আকতারের চিকিৎসার খোঁজ খবর নেন এবং মাননীয় অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল এমপির পক্ষে তার চিকিৎসার ব্যয়ভার বহন করার অঙ্গীকার ব্যক্ত করেন। উল্লেখ্য ছাত্রনেতা আকতার হোসেন গত ২৪ জুন সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে কুমিল্লা টাওয়ারস্থ মেডিকেল সেন্টারে ভর্তি করানো হয়। অবস্থার অবনতি হওয়ায় একই দিন রাতে তাকে ঢাকা বিআরবি হাসপাতালে স্থানান্তর করা হয়। আকতার হোসেন পারভেজের সহধর্মীনি নাহিদা সুলতানা স্বামীর রোগ মুক্তি কামনায় কুমিল্লা সদর দক্ষিণ ও লালমাই উপজেলাবাসীর দোয়া চেয়েছেন। এদিকে লালমাই উপজেলা চেয়ারম্যান আবদুল মালেক, ঢাকাস্থ লালমাই সমিতির সদস্য সচিব বিল্লাল হোসেন, লালমাই প্রেসক্লাবের সভাপতি শাহজাহান মজুমদার, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা যুবলীগের আহবায়ক আবদুল মোতালেব, উপজেলা ছাত্রলীগের আহবায়ক মো: আয়াতুল্লাহ ও যুগ্ম আহবায়ক কামরুল হাসান ভুট্টু ছাড়াও শত শত নেতাকর্মী অসুস্থ ছাত্রনেতার চিকিৎসার খোঁজ খবর নেন এবং অনেকে তাকে হাসপাতালে দেখতে যান। হাসপাতালে চিকিৎসাধীন আকতারের সেবার দায়িত্বে রয়েছেন পেরুল উত্তর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সেক্রেটারী সাইফুর রহমান শাকিল।/