March 28, 2023, 2:01 am

#
ব্রেকিং নিউজঃ
লালমাইয়ে জুতা পায়ে মুক্তিযুদ্ধের স্মৃতি ফলকে ইউএনও!বুড়িচংয়ে সম্পত্তি বিরোধের জেরে ৫জনকে কুপিয়ে জখম; মামলা তুলে নিতে হুমকি।মহেশপুরে পুত্রের লাঠির আঘাতে পিতার মৃত্যু.জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার নির্বাচিত হলেন সাদিয়া ইসলাম: নড়াইল সদর।কুমিল্লায় নব-গঠিত কৃষক দলের আহবায়ক কমিটির পরিচয় সভা অনুষ্ঠিত।বাউফলে ডাকাত চিহ্নিত, মালামাল উদ্ধার হলেও প্রকাশ্যে ডাকাতদের চলাফেরা।ইশ্বরগঞ্জে ঘুমন্ত মা কে কুপিয়ে হত্যা, ঘাতক ছেলে আটক।কুমিল্লা মহানগর জাতীয়তাবাদী কৃষকদলের আহবায়ক কমিটি গঠন।কুমিল্লায় বর্ণাঢ্য আয়োজনে সময়ের আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন।কুমিল্লা আর্দশ সদর উপজেলার ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের বিদায়ী শিক্ষার্থীদের দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

ছাত্রদলের লাকসাম উপজেলা শাখা ১২১ বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি ঘোষনা করা হয়

শিক্ষা-ঐক্য-প্রগতি

আজ ১৯-০৮-২০১৯ ইং গত বছর এই দিনে ১৯-০৮-২০১৮ ইং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের লাকসাম উপজেলা শাখা ১২১ বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি ঘোষনা করা হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির শিল্প বিষয়ক সম্পাদক, লাকসাম উপজেলা বিএনপি সুযোগ্য সভাপতি জনাব মোঃ আবুল কালাম ছাত্রদলের প্রাণের দাবি প্রায় ১৪ বছর পর গত ২৭-০৬-২০১৭ ইং লাকসাম উপজেলা ছাত্রদলে, ছায়েদুল ইসলাম সাঈদ কে সভাপতি,মাঈন উদ্দিন সাকিব কে সাধারন সম্পাদক,কামরুল হাসান কে,সিঃসহ সভাপতি, মাফুজুর রহমান কে,সিঃযুগ্ম সাধারন সম্পাদক, সাইফুল ইসলাম কে,সাংগঠনিক সম্পাদক করে সুপার (৫) কমিটি উপহার দেন।

সাঈদ, মাঈন কমিটি পাওয়ার পর লাকসাম উপজেলা( ৯)টি ইউনিয়ন ছাত্রদলের যে সকল ত্যাগী নেতা কর্মী আছেন তাদের কে নিয়ে কাউন্সিল করে কমিটি গুলো করেন।

এবং (৯) টি ইউনিয়ন সভাপতি,সাধারন সম্পাদক কে নিয়ে উপজেলা বিএনপি,যুবদল,স্বেচ্ছাসেবকদল,ছাত্রদলের বিদাই সভাপতি, সাধারন সম্পাদকের পরার্মশে করে, ত্যাগী, মেধাবি,শ্রম,কারা নিয্যাতিত, অবহেলিত,অতীতে যারা মূললায়ন পায় নাই সকল নিয়ে ঐক্যবদ্ধ ভাবে কেন্দ্রীয় শিল্প বিষয়ক সম্পাদক, লাকসাম উপজেলা বিএনপি সুযোগ্য সভাপতি জনাব মোঃ আবুল কালাম সাহেব কে কমিটির উপহার দেন।
এবং উপজেলা সভাপতি,ছায়েদুল ইসলাম ছায়েদ, সাধারন সম্পাদক, মাঈন উদ্দিন সাকিবের উপস্থিতে
ছায়েদুল ইসলাম সাঈদ কে সভাপতি,মাঈন উদ্দিন সাকিব কে সাধারন সম্পাদক,কামরুল হাসান কে,সিঃসহ সভাপতি,এডভোকেট আব্দুর রহিম (রনি) কে সহ-সভাপতি,শাহাদাত হোসেন (বাদল)কে সহ-সভাপতি, মাফুজুর রহমান কে,সিঃযুগ্ম সাধারন সম্পাদক,শাহাদাত হোসেন (সুজন) কে যুগ্ম সাধারন সম্পাদক, রেজাউল করিম কে যুগ্ম সাধারন সম্পাদক, আল মাহমুদ খসরু কে যুগ্ম সাধারন সম্পাদক, সাইফুল ইসলাম কে,সাংগঠনিক সম্পাদক,নাছির হোসেন কে সাংগঠনিক সম্পাদক, সাখাওয়াত হোসেন কে সাংগঠনিক সম্পাদক, ইকবাল হোসেন (সোহাগ) কে প্রচার সম্পাদক, কবির হোসেন কে দপ্তর সম্পাদক করে কুমিল্লা দঃ ছাত্রদলের সভাপতি,জনাব মোঃ নাদিমুর রহমান( শিশির), সাধারন সম্পাদক জনাব মোঃ তোফায়েল আহমেদ ১২১ বিশিষ্ট কমিটি অনুমোদন দেন এবং গঠনতন্ত্র অনুযায়ী পরিচালনা করার জন্য পরার্মশ এবং নির্দেশ দেন।

#

     আরো পড়ুন:

পুরাতন খবরঃ

শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১