চৌদ্দগ্রামে পানিতে ডুবে শিশু নিহত
মনোয়ার হোসেনঃ চৌদ্দগ্রামের মুন্সীরহাটের বাসন্ডায় পুকুরের পানিতে ডুবে মোসা. মাহমুদা আক্তার মীম (২) নামে এক অবুঝ শিশু নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহত মীম উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের বাসন্ডা উত্তর পাড়া বিশ্ব বেপারী বাড়ীর প্রবাসী মো. মাঈন উদ্দীন এর ছোট মেয়ে। স্থানীয় সূত্রে জানা যায়, গত রবিবার (১ সেপ্টেম্বর) বিকাল সাড়ে পাঁচটার সময় খেলার ছলে মীম বাড়ীর ভেতরে অবস্থিত পুকুরে পড়ে যায়। দীর্ঘক্ষণ তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করলে বাড়ীর ভেতরের পুকুরে তার দেহ ভাসতে দেখতে পায়। পরে পরিবারের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় নেছারিয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। একই দিন সন্ধ্যায় নিহতের জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এদিকে পরিবারের ছোট মেয়ে মীমকে হারিয়ে পরিবার ও এলাকায় বইছে শোকের মাতম। নিহতের মা ও স্বজনদের গগনবিদারী চিৎকারে যেন আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে।
আরো পড়ুন: