চান্দিনায় ২০ হাজার পিস ইয়াবা সহ নারী আটক
মোঃ ইকবাল হোসাইনঃ
কুমিল্লার চান্দিনায় ২০ হাজার পিস ইয়াবাসহ কুলছুম বেগম (৪৫) নামে এক নারী মাদক পাচারকারীকে আটক করেছে পুলিশ।জানা যায় বুধবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার চান্দিনা-বাগুর বাস স্টেশন এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক কুলছুম বেগম জেলার আদর্শ সদর উপজেলার গোবিন্দপুর এলাকার মৃত আলী আক্কাসের স্ত্রী। চান্দিনা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল ফয়সল জানান, ইয়াবার একটি চালান নিয়ে ওই নারী গাড়ি বদল করে ঢাকার দিকে যাচ্ছিলেন। চান্দিনা বাস স্টেশনে আসার পর তাকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। তিনি দীর্ঘ দিন ধরে ইয়াবা পাচার করে আসছিলেন। এ ঘটনায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।জানা যায় ওসি আবুল ফয়সল চান্দিনা থানায় যোগদানের পূর্বে তিনি চৌদ্দগ্রামে কর্মরত থাকা কালীন যে চৌদ্দগ্রাম ছিল একসময়ে মাদকের আখড়া সেখানে তিনি মাদক র্নিমূলে যথেষ্ট ভূমিকা রেখেছেন এবং জেলার শ্রেষ্ঠ পুরষ্কার পেয়েছেন।বর্তমানে তার সুযোগ্য নেতৃত্বে চান্দিনা উপজেলায় মাদকের বিরুদ্ধে সব সময় জিরো টলারেন্স অব্যাহত থাকবে বলে সাধারণ মহলের আর্তি।