চান্দিনায় অর্ধশতাধিক ভুয়া আইডি কার্ড ও জন্মসনদসহ আটক এক ——
মোঃ মহিউদ্দিন সরকার
কুমিল্লার চান্দিনায় ভুয়া আইডি কার্ড ও জন্মসনদসহ মাহমুদ হাসান (২৮) নামে এক কম্পিউটার দোকানিকে আটক করেছে পুলিশ। মাহমুদ হাসান চান্দিনা উপজেলার জোয়াগ ইউনিয়নের কৈলাইন নতুন বাজার এলাকার আলী নেওয়াজের ছেলে।
শনিবার দুপুরে চান্দিনা উপজেলা জোয়াগ বাজার থেকে তাকে আটক করা হয়। এ সময় তার দোকান থেকে ৫৮ টি ভুয়া জাতীয় পরিচয়পত্র, বেশ কয়েকটি ভুয়া জন্মসনদপত্র এবং একটি কম্পিউটার জব্দ করে পুলিশ।
চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল ফয়সল জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপপরিদর্শক (এস.আই) নাজির আহমেদসহ থানা পুলিশের একটি দল তাকে আটক করে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করেছে পুলিশ।
আরো পড়ুন: