চাঁসক রোভার স্কাউটস গ্রুপের স্কাউসটস ওন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
রিয়াজ শাওনঃ চাঁদপুর সরকারি কলেজ রোভার স্কাউটস গ্রুপের স্কাউটস ওন ও ইফতার মাহফিল ২০১৯ খ্রী. অনুষ্ঠিত হয়েছে। চাঁদপুর সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের রোভার স্কাউট লিডার জনাব রূপক রায় এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ জনাব দেলোয়ার হোসেন পিএএ। তিনি তার বক্তব্যে বলেন,
“ঐতিহ্যবাহী চাঁদপুর সরকারি কলেজে রোভার স্কাউট গ্রুপ অত্যন্ত সুনামের সাথে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় তারা আজ স্কাউটস ওন ও ইফতার মাহফিলের আয়োজন করেছে। আমি তাদের এই অনুষ্ঠানের সাফল্য কামনা করি এবং তাদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি। আশা করি, চাঁদপুর সরকারি কলেজের রোভাররা আগামী দিনে আরও সাফল্যের শিখরে আরোহন করবে। ”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব প্রফেসর অসিত বরন দাশ, বাবুরহাট কলেজের অধ্যক্ষ জনাব মোশাররফ হোসেন সহ চাঁদপুর সরকারি কলেজের শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠানে চাঁদপুর সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের প্রাক্তন ও বর্তমান রোভাররা উপস্থিত ছিলেন।