রিয়াজ শাওনঃ
রমজান প্রায় শেষ অংশে,আর কিছু দিন পরেই দেখা দিবে প্রশ্চিম আকাশে ঈদুল ফিতরের চাঁদ। মুসলামনদের ঘরে ঘরে চলবে খুশির জোয়ার। আর ঈদকে সামনে রেখে চলছে পোশাক কেনাকাটা প্রতিযোগিতা। বাড়ছে মার্কেটমুখী মানুষের সংখ্যা। এদিকে চাঁদপুর শহর বিভিন্ন শপিংমল গুলোতে দশ রমজান এর পর পর থেকেই দেখা গেছে পোশাক ক্রাতাদের আনাগোনা বেশি। শহরে গুরুত্বপূর্ণ মার্কেট, হর্কাস মার্কেট,হাকিম প্লাজা, মুক্তিযোদ্ধা মার্কেট, সাউদ প্লাজা, মীরশপিং সেন্টার, ফয়সাল শপিং সেন্টার গুলোতে মানুষের বেপক উপস্থিতি লক্ষনীয় ।
চলে পোশাক কেনা-বেচা হরদমে। আসুন ঈদুল ফিতরের এর উপলক্ষে শহরে প্রতিটি গুরুত্বপূর্ণ স্থাপনা সামনে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।প্রতিটি মার্কেটের সামনে দায়িত্ব পালন করছে পুলিশ বাহিনী। যানজট কমানোর জন্য নিয়েছে বিশেষ উদ্যোগ। বলা চলে পুরো শহর এখন নিরাপত্তাবলায় চাদরে মোড়ানো। সবমিলে বলা চলে চাঁদপুর শহর এখন পোশাক ক্রেতাদের ভিড়ে মুখরিত।
আরো পড়ুন: