“চাঁদপুরে প্রচুর পরিমান নিষিদ্ধ পলিথিন, মেয়াদোত্তীর্ণ ও পচা চা পাতা উদ্ধার ”
শনিবার সকাল ৯ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর শহরের ট্রাকরোডের মস্তান বাড়ির একটি ঘর থেকে কোষ্টগার্ড,পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন, চাঁদপুর এর যৌথ অভিযানে ২০০০ কেজি নিষিদ্ধ পলিথিন, মেয়াদোত্তীর্ণ ও পচা ২০০ কেজি চা পাতা, বিভিন্ন ব্যান্ডের খালি প্যাকেট (প্রায় ৫০০ টি )যাতে এই চা পাতাগুলো ভরে নকল সীল দিয়ে বাজারে বিক্রির উদ্দেশ্যে রাখা মালামাল জব্দ করা হয়েছে । সাথে ২ জনকে আটক করা হয় ।
মোবাইল কোর্টের মাধ্যমে একজনকে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন -১৯৯৫ এ ১০,০০০ টাকা, অপরজনকে পরিবেশ সংরক্ষণ আইন-১৯৯৫ ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী ৫০,০০০/ টাকা জরিমানা অনাদায়ে ৬ মাস জেল প্রদান করা হয়েছে । জরিমানার টাকা তাৎক্ষণিক আদায় হয় । মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব আবিদা সিফাত।
অভিযানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মাহমুদ জামান, পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক এ,এইচ,এম রাসেদ, কোষ্টগার্ড কমান্ডার জনাব আবদুল মালেক, কোষ্টগার্ড সদস্যবৃন্দ ও সাংবাদিকবৃন্দ।
জব্দকৃত পলিথিন বিধিসম্মতভাবে ডিসপোজালের জন্য পরিবেশ অধিদপ্তরে হস্তান্তর করা হয়েছে, চা পাতা ধ্বংস করা হয়েছে ।