চাঁদপুরের হাজীগঞ্জে এক দৃষ্টিপ্রতিবন্ধী যুবকের লাশ উদ্ধার
বিশেষ প্রতিনিধি
চাঁদপুরের হাজীগঞ্জে এক দৃষ্টিপ্রতিবন্ধী যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ইউনিয়ন তরুনলীগের সভাপতি কাউছার হামিদকে আটক করা খবর পাওয়া যায়।
ঘটনাটি মঙ্গলবার সকালে উপজেলার বড়কূল পূর্ব ইউনিয়নের এন্নাতলী মাঠের একটি হালটের পাশ থেকে দৃষ্টি প্রতিবন্ধি নুরুল ইসলাম পাটওয়ারি (২২)’র মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সে এন্নাতলী গ্রামের পাটওয়ারী বাড়ীর দৃষ্টিপ্রতিবন্ধী আবুল বাসার পাটওয়ারীর ছোট ছেলে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করেছে।
নিহত নুরুল ইসলাম পাটওয়ারীর পরিবারে ৫ সদস্যের মধ্যে চারজনই দৃষ্টি প্রতিবন্ধী। এ বিষয়ে নিহতের বাবা আবুল বাসার বাদী হয়ে একটি হত্যা মামলা দায়েরের প্রস্ততি নিচ্ছেন।
নিহতের বাবা আবুল বাসার মঙ্গলবার সকালে কান্নাজড়িত কন্ঠে বলেন, আমার ছেলেকে খুন করা হয়েছে। সোমবার রাতে কথিত তরুণলীগ নেতা কাউছার ও তার সাঙ্গপাঙ্গরা বাড়ীতে গিয়ে হুমকী-ধমকী দেয়।
তিনি আরো জানান, আমার ছেলে প্রতিবন্ধী ভাতার জন্য টাকা দিয়েও ভাতা পাইনি। ওই ভাতার ঘটনা নিয়ে আমার ছেলে প্রতিবাদ করেছিল। এতে ক্ষিপ্ত হয়ে কাউছার হোসেন আমার ছেলেকে খুন করেছে।
ঘটনাস্থল পরিদর্শন করেছে অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) মো. আফজাল হোসেন, অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন রনি।
আরো পড়ুন: