রিয়াজ শাওন, চাঁদপুর সদর প্রতিনিধিঃ
চলেছে বৃষ্টির মৌসুম তাই বৃষ্টি হওয়াই স্বাভাবিক। কিন্তু সেই বৃষ্টির পানি যখন রাস্তার গর্তে জমা হয়ে পুকুরের রুপ নেয়। তখন সেখানে মাছ চাষ করা নেহাত বেমানান নয়।
চাঁদপুর সদর উপজেলা ৪নং শাহামাহামুদপুর ইউনিয়ন এবং ২ নং মৈশাদী ইউনিয়ন এর মাঝে অবস্থিত ‘শাহাতলী বাজার।এই সাহাতলী বাজার থেকে শুরু হয়ে আশিকাটির ইউনিয়ন মাঝ দিয়ে বাবুহাট জেলখার সামনে গিয়েছে লেগেছে সাহাতলী-বাবুহাট সড়ক। এই সড়ক দিয়েই প্রতিদিন চাঁদপুর যায় হাজারো মানুষ। ব্যবসায়ক পন্য অনা নেওয়া হয় এই রোড দিয়েই।
সাম্প্রতিক সময়ে বাবুহাট জেলখার সামনে থেকে মৈশাদী পরিষদ গেটে সামনে পযর্ন্ত সড়ক মেরামত করলেও মেরামত হয়নি শাহাতলী বাজারে যাওয়ার অংশ। সড়কের এই অংশ মেরামত না করায় এখন চলাচলের অযোগ্য হয়ে পড়েছে।
শাহাতলীর মাঝারে সিএনজি স্টেশনের সড়কের মাঝে গর্ত হয়ে আছে দীর্ঘদিন ধরে। সামান্য বৃষ্টির পানিতে গর্তগুলো পানিতে জমে পুকুরের রুপ নেয়। সড়কের এমন বেহালদশা সাধারণ মানুষের জনজীবন হয়ে পড়ছে কষ্টসাধ্য। গাড়ি চলাচলও একেবারে ঝুঁকিপূর্ন হয়ে দাঁড়িয়েছে।
সড়কের এমন বেহাল অবস্থা দেখে এলাকাবাসী চরমক্ষোভ প্রকাশ করেছে। অনেকই গর্তে মাঝে মাছ ছাড়া পরিকল্পনা করেছে। বাজারে আসার যাওয়া সাধারণ মানুষ এবং শিক্ষার্থীদের চলাচল বেপক সমস্যা হচ্ছে বলে জানিয়ে একজন বাজারের ব্যবসায়েই।
এলাবাসির দাবি এই রাস্তাটি যেনো অতি দ্রতু মেরামত করা হয়।