মো : আরিফ হোসাইন, (মতলব দক্ষিণ প্রতিনিধি).
মতলব দক্ষিন থানার গতকাল ১২টায় খিদিরপুর এলাকায় এক ব্যাক্তিকে ছেলে ধরা সন্দেহ করে মারধর করার অভিযোগ উঠেছে, ওনার সাথে মধুর বাসা কাটার সরঞ্জাম ও মধুর ব্যাগ ছিল। পোলা চোর সন্দেহ করে মারতে মারতে খিদিরপুর এলাকা থেকে নারায়নপুর বাজারে নিয়ে আসে, মতলব দক্ষিন থানা পুলিশ ঘটনার খবর পেয়ে উত্তেজিত জনতার কাছ থেকে অভিযুক্ত ব্যাক্তিকে উদ্দার করে পুলিশ হেফাজতে নিয়ে যায়।
মতলব দক্ষিন থানার ওসি ঘটনা তদন্তকরে বলেন, উক্ত অভিযোগটি সম্পুন্ন গুজব এবং ওনি একজন মধুর বাসা কাটার পেশার লোক। এই বিষয়টি নিয়ে ওসি নিজে (মতলব দক্ষিন থানা পুলিশ নামের) ফেসবুক আইডিতে একটি পোস্ট করেন, তা হুবাহুব তুলে ধরা হলো।
প্রিয় মতলব (দঃ) বাসী আসসালামুআলাইকুম,
অদ্য মতলব দক্ষিণ থানায় ছেলে ধারা গুজবে যে, ঘটনাটি ঘটেছে-তা- নিতান্তই গুজব। প্রকৃত পক্ষে উক্ত লোকটি মধুর চাক কাটা একজন লোক। তার হাতে সামান্য পরিমান মধু পলিথিন ব্যাগে ছিল। কয়েকজন যুবক তার মধু নেওয়াতে সে প্রতিবাদ করায় যুবকরা ছেলে ধরা বলে এই ঘটনাটি ঘটায়। মোটকথা গুজবে কান দিবেন না।