চাঁদপুরের নতুন প্রজন্ম শিল্পী জহিরুল আলম (জয়) ঈদে আসছে নতুন এ্যলবাম
রিয়াজ শাওনঃ
চাঁদপুর জেলার হাজিগন্জ উপজেলার টোরাগড় এর বাসিন্দা জহিরুল আলম (জয়)। ভক্তদের কাছে তিনি রেফস্টার তানজিম নামেই পরিচিত। বিশেষ করে হাজিগন্জে সবার পরিচিত মুখ রেফস্টার তানজিম। বর্তমানে দেশের রেফ জগৎতে বেপক সাড়া পেলে দিয়েছে তানজিম।
নতুন প্রজন্মের এই রেফ শিল্পী ইতিমধ্যে চাঁদপুরবাসীকে উপহার দিয়েছে বেশ কিছু জনপ্রিয় গান। জনপ্রিয় গানগুলো হল’ চাঁদপুরের গডফাদার ” কেন তুমি চলে গেলে ‘ মাইয়া ৪২০’ সহ অনেক গান যা চাঁদপুর তরুণ প্রজন্মের এক সময় মুখে মুখে ছিলো। সঙ্গীত জগৎতে এই নতুন মাত্র গানকে বলা হয় “রেফ সং” তার রেফের ঝলকানিতে মুগ্ধ তরুণ তরুণী।
বর্তমানে তানজিম নিজেই গান লিখেন এবং গানের সুর তোলেন। রেকর্ডিং স্টুডিও দিয়েছে এবং নতুন পুরান বেশ কিছু গান কভার করছেন। রেফ সং ছাড়াও ক্যলাসিক গান করেন তানজিম। তার গানের বর্তমান এবং ভবিষ্যৎ কি? যানতে চাইলে তিনি বলেন” আমি গানকে অনেক ভালোবাসি গান নিয়েই থাকতে চাই। চাঁদপুরবাসীকে নতুন কিছু দেওয়ার চেষ্টা করছি। আমি একটি ব্যান্ড খোলার চিন্তা করছি। রেফ গানের মাঝে চাঁদপুরকে পরিচিত করতে চাই এটু ভিন্ন রুপে। সবাই আমার জন্য দোয়া করবেন।
এই ঈদের আসছে তার ” cypher “এতে তানজিমকে দেখা যাবে নতুন রুপে নতুন গানে।
আরো পড়ুন: