প্রতিদিন হাজার যাত্রী চাঁদপুর লন্ছঘাট দিয়ে যাতায়াত করেন দেশের বিভিন্ন প্রান্তে। অনেক সময় আপনারা অনেক অযাচিত হয়রানি ও অনাকাঙিক্ষত পরিস্থিতির সম্মুখীন হন। কখনো লঞ্চের কেবিন বয় দুর্ব্যবহার করছে কিংবা সিএনজি অতিরিক্ত ভাড়া দাবী করছে। কিংবা হয়তো অতিরিক্ত যাত্রী বোঝাই করে লঞ্চটি যাত্রা করেছে । এ সকল পরিস্থিতিতে যাত্রীরা অতিদ্রুত এর সমাধান চান কিংবা নিদেনপক্ষে পুলিশের কাছে অভিযোগটি দিতে চান।
আপনাদের এ সকল দুর্ভোগ লাগবে এবং ঈদ যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে চাঁদপুর জেলা পুলিশ নিম্নোক্ত পদক্ষেপ গ্রহণ করেছে:
1. লঞ্চঘাটে সিএনজি ও অটো বাইকের এলাকা ভিত্তিক স্ট্যান্ড নির্ধারণ করেছে
2. 999 এবং সদর থানার ডিউটি অফিসারের মোবাইল নাম্বারসহ বিলবোর্ড স্হাপণ করেছে যাতে যেকোনো প্রয়োজনে পুলিশের সহায়তা চাইতে পারেন
3. লঞ্চের কেবিন বয়দের ইউনিফর্ম পরিধান করানোর জন্য লঞ্চে নিয়মিত পুলিশ টহল করবে
4. ঘরমুখো মানুষের চাপ সামলাতে লঞ্চঘাট থেকে বেরোনোর ও ঢোকার রাস্তা ওয়ান ওয়ে করা হয়েছে
5. যাত্রী হয়রানি না করতে কুলি শ্রমিকদের কঠোরভাবে নিষেধ এবং তাদের ইউনিফর্ম পরিধান বাধ্যতামূলক করা হয়েছে ।
আর কি চাই, বলুন! আশা করছি এ সকল উদ্যোগের সুফল পাবে ঈদে ঘরমুখো লাখো মানুষ। এর বাইরেও যদি কোন সমস্যা থাকে সেটাও আমাদের নজরে আনুন, কথা দিচ্ছি সমাধানের সর্বোচ্চ চেষ্টা করব ।
সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা ।