“চলতি বোরো মৌসুমে কৃষকের কাছ থেকে সরাসরি ধান ক্রয়ের উদ্বোধন “
মোঃ মঞ্জুরুরল হাসান, নীলফামারী থেকে:
চলতি বোরো মৌসুমে সরাসরি সরকারি ভাবে কৃষকের কাছ থেকে ন্যায্য মূল্যে ধান ক্রয়ের উদ্বোধন করলেন নীলফামারীর জেলা প্রশাসক জনাব, নাজিয়া শিরিন। গত ১৯মে রবিবার জেলার টুপামারী ইউনিয়নের আদর্শপাড়া গ্রামে গিয়ে কৃষক রুবি বেগমের ১ মেট্রিক টন ধান ক্রয়ের মাধ্যমে নীলফামারী জেলা প্রশাসক এ জেলার সরকারিভাবে ধান ক্রয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। সরাসরি কৃষকের কাছ থেকে ধান ক্রয় ও সরকারি খাদ্য গুদামে সংগ্রহের জন্য তিনি এ অভিযান শুরু করেছেন । উদ্বোধন শেষে তিনি বলেন, সরকার সরাসরি কৃষকের কাছ থেকে ধান কিনবে। সকল সাধারণ ও প্রান্তিক কৃষক যাহাতে তাদের উৎপাদিত বোরো ধান ন্যায্যমূল্যে বিক্রয় করতে পারে তার জন্য আমরা জেলা প্রশাসন সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছি। এসময় জেলা খাদ্য নিয়ন্ত্রক কাজী সাইফুদ্দিন জানান, নীলফামারীর ৬ উপজেলায় সরাসরি কৃষকের কাছ থেকে এবার ধান ক্রয় করা হবে ২৬১২ মেট্রিকটন ধান। এর মধ্যে নীলফামারী সদরে ৭৪০ মেঃটন, ডিমলায় ৪১১ মেঃটন, ডোমারে ৪১৩ মেঃটন, জলঢাকায় ৪২৬ মেঃটন, কিশোরগঞ্জ ৩৫০ ও সৈয়দপুরে ২৩৬ মেঃ টন ধান সরকারিভাবে ক্রয় করা হবে। সরাসরি কৃষকের কাছ থেকে ধান ক্রয়ের লক্ষ্যে জেলার ছয় উপজেলায় কৃষক পরিবারের তালিকা করা হচ্ছে মর্মে নীলফামারীর কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ পরিচালক আবুল কালাম আজাদ জানান। তিনি বলেন এবার ৮৩৬০০ হেক্টর জমিতে বোরো চাষ করা হয়েছে। তিনি আশা প্রকাশ করে বলেন ধান সংগ্রহে কোন সমস্যা হবে না। ধান সংগ্রহের পাশাপাশি জেলা প্রশাসক চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন। এসময় সদর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা সুজাউদ্দৌলা, জেলা খাদ্য নিয়ন্ত্রক কাজী সাইফুদ্দিন, জেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ, অটো রাইস মিলের মালিক প্রমুখ উপস্থিত ছিলেন।