চন্দনাইশে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৩ ফার্মেসীকে জরিমানা |
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখার দায়ে তিনটি ফার্মেসীর মালিককে ১৫০০০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
শনিবার (৩১ আগস্ট) চন্দনাইশ সদর থানা বাজার এলাকায় চন্দনাইশ উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) নিবেদিতা চাকমার নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালতের অভিযানে মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখার দায়ে শাহ্ আমিন উল্লাহ্ ফার্মেসী, সাউদিয়া ফার্মেসী ও মায়ের দোয়া ফার্মেসীর মালিককে পাঁচ হাজার টাকা করে মোট তিনটি ফার্মেসিকে পনের হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনায় সহায়তা করেন চন্দনাইশ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সেলিম সহ একদল পুলিশ।
অভিযান পরিচালনার সত্যতা নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিবেদিতা চাকমা বলেন, “ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে।”
আরো পড়ুন: