শাহানাজ পারভীনঃ চট্টগ্রামঃ- চট্টগ্রাম বন্দর নগরীর পাহাড়তলী থানা এলাকায় কাজির দিঘীর পুকুরপাড় বড়ুয়া কলোনির এক নাম্বার রুম থেকে জলন্ত অবস্থায় এক নারীর মৃত দেহ উদ্ধার করেছেন পাহাড়তলী থানা পুলিশ। শনিবার ৩ এপ্রিল ২০২১ খীষ্টাব্দ তারিখ সকাল ১১ ঘটিকার সময় কাজীর দিঘীর আলামতারা পুকুরপাড় বড়ুয়া কলোনীতে এই ঘটনা ঘটেন। মৃত নারীর নাম হলো কুলসুমা আক্তার (২৮)তাহাকে বাসার সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেন পাহাড়তলী থানা পুলিশ। কুলসুমা লক্ষ্মীপুর জেলার টার্মিনাল শাকারী পাড়া এলাকার জাকির হোসেনের মেয়ে। মেয়েটির স্বামীর বাড়ি একই জেলায় লক্ষ্মীপুর পাশবর্তী ইউনিয়নে। স্বামী শরিফ পেশায় পিকআপভ্যান ড্রাইবার জানা জায় এ বিষয়ে জানতে চাইলে কলোনির কেয়ারটেকার মোহাম্মদ জাফর বলেন আমি সকালের দিকে খবর পেয়ে কলোনিতে আসি, এসে দেখি লাশটি খাটের উপর পড়ে আছে তখন আমি পুলিশকে খবর দেই। পার্শ্ববর্তী ভাড়াটিয়া ভাষ্য মতে জানা যায় শুক্রবার রাতে স্বামী স্ত্রীর মাঝে কথা কাটাকাটি হয়, এ কথা কাটাকাটির জের ধরে আত্মহত্যার ঘটনা ঘটতে পারে। এবং আরো বলেন নিহত কুলসুমার খালাতো বোন ব্যাচেলর হিসেবে এই বাসায় থাকতেন খালাতো বোন পেশায় গার্মেন্টস একজন কর্মী। এই দম্পতির রিয়ান নামের সাত বছরের একটি বাচ্চা ছেলে আছে। ঘন্টা খানেক পর ঘটনাস্থলে উপস্থিত হন বাড়িওয়ালা রঞ্জন কুমার বড়ুয়া। সংবাদকর্মীরা ভাড়াটিয়ার তথ্য ফর্ম থানায় জমা দিয়েছে কিনা এবং অন্যান্য তথ্য নিতে গেলে বাড়িয়ালা রঞ্জন কুমার বড়ুয়া সংবাদকর্মীদের উপর চড়া হন এবং অসৎ আচরন করেন ও হুমকি-ধামকি ও দেন। তিনি আরো বলেন আপনাদের সাথে কোন কথা নেই যা কথা পুলিশের সাথে হবে আপনারা পুলিশের কাছে যান। ঘটনাস্থলে আসেন পাহাড়তলী জোন সহকারি উপ-পুলিশ কমিশনার (এসি) মোঃ আরিফ হোসেন এবং পাহাড়তলী থানার অফিসার ইনচার্জ হাসান ইমাম। ঘটনার বিষয়ে জানতে চাইলে পাহাড়তলী জোন সহকারী উপ পুলিশ কমিশনার (এসি) মোঃ আরিফ হোসেন বলেন,আমাদেরকে ফোন করা হলে আমরা ঘটনাস্থলে আসি এবং প্রাথমিকভাবে ধারণা করি এটি আত্মহত্যা, তদন্ত শেষে লাশটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজে মর্গে পাঠাই।
আরো পড়ুন: