চট্রগ্রাম রাউজান থানার আলোচনা সভা, দোয়া-মাহফিল সহ নানা কর্মাূচীর মধ্য দিয়ে বঙ্গবন্ধু কন্যা বিশ্বনেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩ তম জন্মোৎসব উদযাপন করা হয়েছে।
শনিবার( ২৮ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় উপজেলা সদরস্থ দলীয় কার্যালয়ে এই উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলার আ. লীগের নবনির্বাচিত সভাপতি মুক্তিযোদ্ধা কাজী আব্দুল ওহাব।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক অধ্যক্ষ কফিল উদ্দিনের সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনটির সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, সহ সভাপতি কাজী ইকবাল, যুগ্ম সাধারণ সম্পাদক বশির উদ্দিন খান, ভুপেষ বড়ুয়া, উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজ, পৌর আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম চৌধুরী, উপজেলা আ.লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক রোকন উদ্দিন,সাংগঠনিক সম্পাদক জানে আলম জনি, সাইফুল ইসলাম দেলগীর রানা, উপজেলা আ.লীগ নেতা সৈয়দ মোজাফফর হোসেন, জাফর আহমেদ, মফজল হোসেন, আহসান হাবীব হাছান, সারজু মোহাম্মদ নাছের, হাছান মোহাম্মদ রাসেল, স্বেচ্ছা সেবক লীগের আহ্বায়ক শওকত হোসেন, যুবলীগ নেতা তপন দে, খোকন, উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ, সাধারণ সম্পাদক পিবলু চৌধুরী, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. আসিফ প্রমুখ।
এরপূর্বে রাউজান সরকারি কলেজের মসজিদ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।