মহিন উদ্দিন মিয়াজি ::চট্টগ্রাম
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সুত্রে জানা যায়, এখন পর্যন্ত মোট আবেদন – ১,২০,৫৬৫ +
০৯ অক্টোবর থেকে প্রবেশপথ ডাউনলোড করা যাবে।
আবেদনের সময়বৃদ্ধি করা হবে কিনা জানাতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত হয়নি।
এদিকে এই রিপোর্ট লেখা পর্যন্ত মোট আবেদন করেছে প্রায় ১ লাখ ২০ হাজার ৫৬৫ জন। যা প্রতি সেকেন্ড বৃদ্ধি পাচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারে কো-অর্ডিনেটর প্রফেসর ড. মো. হানিফ সিদ্দিকী।
ভর্তি পরীক্ষা কমিটি সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিজস্ব তত্ত্বাবধানে অটোমেশন পদ্বতিতে মাত্র ৪টি ইউনিট ও ২টি উপ-ইউনিটের মাধ্যমে ৯টি অনুষদের অধীনে ৪৮টি বিভাগ ও ৫টি ইনিস্টটিউটে ৪১৮৯টি সাধারণ ও ৭৩৭টি কোটাসহ সর্বমোট ৪৯২৬ টি আসনে অনলাইনে ছাত্র-ছাত্রী ভর্তির কার্যক্রম সম্পন্ন করা হবে।
.
ভর্তি পরীক্ষার সময়সূচিঃ ২৭ অক্টোবর ‘বি’ ইউনিট , ২৮ অক্টোবর ‘ডি’ ইউনিট, ২৯ অক্টোবর ‘এ’ ইউনিট, ৩০ অক্টোবর ‘সি’ ইউনিট এবং ৩১ অক্টোবর ‘বি-১’ ও ‘ডি-১’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এদিকে বরাবরের মতো এবারও পরীক্ষা কেন্দ্রে ক্যালকুলেটর, মোবাইল ফোন বা টেলিযোগাযোগে সক্ষম কোনো ইলেক্ট্রনিক ডিভাইস, যন্ত্র ও ঘড়ি সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। এছাড়া কোনো ধরনের অসদুপায় অবলম্বন করলে পরীক্ষা বাতিলসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং জালিয়াতি ঠেকাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হবে।