মহিন উদ্দিন মিয়াজি ::চট্টগ্রাম
চট্টগ্রাম নগরীর তুলনা মূলক নির্জন রাস্তায় আকষ্মিক পথচারিকে সালাম দেয় কিছু লোক৷ পরিচিত জন ভেবে সেই সালামের জবাব দিতেই লোক গুলো কাছে এসে নিজেদের যুবলীগ নেতা পরিচয় দিয়ে প্রথমে সহকর্মীর চিকিৎসার কথা বলে চিকিৎসার জন্যে টাকা দাবী করে৷ পরে ভয় দেখিয়ে হাতিয়ে নেয় নগদ টাকা,মোবাইল সহ মূল্যবান জিনিস পত্র ছিনতাই করে চক্রটি৷
রোববার সন্ধ্যায় সালাম দিয়ে ছিনতাইকারি চক্রের চার সদস্য নগরীর কোতোয়ালী থানাধীন এলাকায় ছিনতাই করতে টার্গেটের খোঁজে ব্যাটারি চালিত রিক্সায় চড়ে ঘোরাফেরা সময় গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী থানার ওসি তদন্ত কামরুজ্জামানের নেতৃত্বে একটি টিম ছিনতাইকারি চক্রের চার সদস্যকে আগ্নেয়াস্ত্র , টিপ ছুরি সহ হাতেনাতে গ্রেফতার করে।এসময় এই চক্রের ব্যবহৃত ব্যাটারি চালির রিক্সাটিও জব্দ করে কোতোয়ালী থানার পুলিশ৷
গ্রেফতারকৃতরা হলেন, নজরুল ইসলাম (৫০), হাজী গাজী মোহাম্মদ তমিজউদ্দিন (৪৬), মিঠুন নায়ক (২৭), মোঃ হাসান প্রকাশ হারুন (২৫)।
গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাম্প্রতি থানাধীন নুর আহম্মদ সড়কে ছিনতাই কৃত একটি মোবাইল ফোন গ্রেফতারকৃত হারুনের বাসা থেকে উদ্ধার করা হয় বলে জানান কোতোয়ালী থানার ওসি মহসিন৷
তিনি সিপ্লাসকে জানাম, চক্রটি সালাম পার্টি হিসেবে পরিচিত৷ চারজনের এই গ্রুপটি রিকশায় ঘুরে পথে কাউকে প্রথমে সালাম দেয়। পরে যুবলীগের পরিচয় দিয়ে ছিনতাই করে থাকে৷ এই চক্রটি এ পর্যন্ত নগরে শতাধিক ছিনতাই করেছে বলে জানান ওসি মহসিন।