চট্টগ্রাম প্রতিনিদি: মহিন উদ্দিন মিয়াজি:
চট্টগ্রামের বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নানা অনিয়মের ও হয়রানীর বিরুদ্ধে বাঁশখালীর সর্বস্তরের জনসাধারণ মানববন্ধন করেন। বাঁশখালীর সর্বস্তরের জনসাধারণের উপস্থিতিতে আজ সকাল ১১টার সময় উপজেলা চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে সর্বস্তরের জনসাধারণের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাবসায়ী, রাজনীতিবিদ ও স্কুল-কলেজের ছাত্রবৃন্দ। মনববন্ধনে বক্তারা বলেন, বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী কোন রোগী নিয়ে গেলে সময়মত ডাক্তার পাওয়া যায়না। এর পর ডাক্তার আসলেও নানাভাবে অনিয়ম ও হয়রানি করা হয়, সামান্য ছোটখাটো রোগ নিয়ে গেলেও বেশিরভাগ সময় তারা পারবে না বলে শহরে রেফার করে দেয়। তারা দাবি তুলেন সামান্য রোগের চিকিৎসাও যদি তারা দিতে না পারে তাহলে তাদের ওখানে বসার কোন দরকার নেই,এমন লোকদের সরকারি চাকুরী করার কোন অধিকার ও নাই, তাদের চাকরী বাতিল করে দিন। শহরে রেফার করে দিলে সবাই তো আর টাকাপয়সা খরচ করে শহরে বা প্রাইভেট কোন হাসপাতালে ভর্তি করিয়ে চিকিৎসা করার মত তাদের কোন অর্থবিত্ত নাই, টাকাপয়সা কম খরচ হওয়ার জন্যই তারা সরকারী হাসপাতাল গুলোতে আসে। মানববন্ধনে বক্তারা বলেন প্রধানমন্ত্রী ও জনপ্রশাসনদের হস্তক্ষেপে আগামীতে চিকিৎসা ক্ষেত উন্নতবিশ্বের সাথে তালমিলয়ে বঙ্গবন্ধুর সপ্নের সোনার বাংলাদেশ গড়ে উঠবে। সেই সাথে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর যত অনিয়ম তা দ্রুত নিষ্কাসন করার জন্য জনপ্রশাসন ও এলাকার প্রতিনিধিদের তদারকি ও সাধারণ জনগণের অধিকার বাস্তবায়নের জোর দাবি জানান।
আরো পড়ুন: