চট্টগ্রাম প্রতিনিধি: মহিন উদ্দিন মিয়াজিঃ
বিয়ের সব আয়োজন সম্পন্ন। বরযাত্রীও আসার অ’পেক্ষায়। কথা ছিল দুপুরের আ
গেই বর সেজে হাজির হয়ে বধু নিয়ে বাড়ি ফিরবেন সৌদি প্রবাসী মুহাম্ম’দ জয়নাল আবেদীন (২৭)।
তবে বরের বাড়িতে বধু সেজে যেতে কনের হাত মেহেদীতে রাঙানো হলেও বিয়ের সানাই বাজার আগেই শেষ মুহুর্তেই খবর এলো বর আর বেঁচে নেই ! বিয়ের দিন বুধবার সকাল এগারোটায় হঠাৎ অ’সুস্থ হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মা’রা যান বর জয়নাল।
এমনি ম’র্মা’ন্তিক এই ঘটনা ঘটেছে চট্টগ্রামের ফটিকছড়ি উপজে’লার নাজিরহাট পৌরসভার কুম্ভারপাড়া এলাকায়। ওই এলাকার মৃ’ত আবুল হোসেন ড্রাইবারের ছেলে সৌদি প্রবাসী মুহাম্ম’দ জয়নাল আবেদীনের (২৭) সাথে একই উপজে’লার সুয়াবিল বারমাসিয়া গ্রামের সামশুল আলমের কন্যা পারভিন আকতারের সাথে সামজিকভাবে বিবাহের দিন ছিল বুধবার। কিন্তু বিবাহের দিনেই মৃ’ত্যু হলো বর জয়নালের।