শাহানাজ পারভীনঃ চট্টগ্রামঃ- বৈশ্বিক মহামারী করোনাভাইরাস কোভিট-১৯ এর প্রাদুর্ভাব ঠেকাতে অনেক প্রতীক্ষার করোনা ভ্যাকসিন নিজের শরীরে নিয়ে করোনা ভ্যাকসিন কার্যক্রম উদ্বোধন করেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি। রোববার (৭ ফেব্রুয়ারী) পৌনে ১১টায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ( চমেক)হাসপাতালে তিনি ভ্যাকসিন গ্রহণ করে ভ্যাকসিন আনুষ্ঠানিক ভাবে কার্যক্রম উদ্বোধন করেন পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল এস এম হুমায়ুন কবির চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সেলিম আকতার, চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ হাসান শাহরিয়ার কবির, সিভিল সার্জন ডাঃ শেখ ফজলে রাব্বি, বিদুৎ বড়ুয়া,চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন, ভ্যাকসিন গ্রহণ করেন। এরপর তাদের সকলকে পর্যবেক্ষণ ই্নিটে রাখা হয়। এসময় উপস্থিত ছিলেন সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন সহ স্বাস্থ্য সংশ্লিষ্টরা।চমক হাসপাতালের ৪র্থ তলায় ভ্যাকসিন প্রদানের জন্য চারটি বুথ রয়েছে,এর মধ্যে দুটি বুথে পুরুষ এবং দুটি বুথে মহিলাদের ভ্যাকসিন দেওয়া হচ্ছে। প্রথম দিন অনলাইনে নিবন্ধনকৃত ১০০ জনকে ভ্যাকসিন প্রদান করা হচ্ছে। দুপুর আড়াইটা পর্যন্ত কার্যক্রম চলবে। অনলাইনে নিবন্ধনকৃতরাই ভ্যাকসিন নিতে পারবেন। এ পর্যন্ত নিবন্ধনকৃত প্রায় দেড়শ জনের ফরম জমা হয়েছে।
আরো পড়ুন: