স্টাফ রিপোর্টার গোলাপ মোস্তফাঃ
চট্টগ্রামে পাহাড়ের পাদদেশ থেকে অবৈধ বসতবাড়ি উচ্ছেদের সময় এক ভুয়া সাংবাদিককে আটক করেছে
চট্টগ্রাম জেলা প্রশাসনের ম্যাজিষ্ট্রেট।
বুধবার নগরীর পরিবেশ অধিদপ্তর সংলগ্ন বাংলাদেশ রেলওয়ের মালিকানধীন পাহাড়ে জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান চলাকালে চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তৌহিদুল ইসলাম ‘দিন প্রতিদিন’ নামক একটি পত্রিকার আইডি কার্ডসহ রনি হোসাইন নামে এই ভুয়া সাংবাদিককে আটক করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ‘ভুয়া সাংবাদিক রনি হোসাইন’ নিজের শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেনী পর্যন্ত বলে স্বীকার করে। এসময় ‘দিন প্রতিদিন’ পত্রিকার চট্টগ্রাম ব্যুরো প্রধান হিসাবে আবদুস সামাদ রুবেল দায়িত্ব পালন করছে বলেও জানায় এই ভুয়া সাংবাদিক।
জেলা প্রশাসনের অভিযান চলাকালে আটক হওয়া ভুয়া সাংবাদিক রনি হোসাইনকে পরে খুলশি থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। এ বিষয়ে জানতে চাইলে খুলশি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব কুমার চৌধুরী বিবিসি বার্তাকে বলেন, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেটের হাতে আটক ভুয়া সাংবাদিক রনি হোসাইন বর্তমানে থানা হাজতে রয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
আরো পড়ুন: