সালে আহমেদ, ঢাকাঃ
তীব্র গরম, কাঠফাটা রোদে সারা দেশে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সূর্য ওঠার পরপরই চড়চড় করে বাড়ছে তাপমাত্রার পারদ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অসহনীয় তাপদাহে বাড়তে থাকে গরম। সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে। তীব্র গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে দিনমজুর, রিকশাওয়ালা, শ্রমজীবী মেহনতি মানুষ, কৃষকরা পড়েছেন চরম বিপাকে। সাধারণত ঘরের বাইরেই কাজ করতে হয় তাদের, কিন্তু প্রচণ্ড তাপদাহে রোদের ভেতরে চলাফেরা করতেই কষ্ট হচ্ছে তাদের। একদিনের ব্যবধানে সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে গেছে। এতে তাপপ্রবাহ নতুন নতুন এলাকায় বিস্তৃত হচ্ছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, আগামী দিনগুলোতে গরম আরও বেড়ে সারা দেশে বিস্তার লাভ করতে পারে। আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, গত শনিবার দেশের রাজশাহী, পাবনা, যশোর, রাঙ্গামাটি ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে গেলেও পরের দিনগুলোতে এর সঙ্গে যুক্ত হয়েছে চট্টগ্রাম, টাঙ্গাইল, ফরিদপুর, সীতাকুণ্ড, ফেনী ও পটুয়াখালীসহ পুরো খুলনা বিভাগ। গরম বাড়ার কারণে দুর্ভোগ বাড়ছে মানুষের, দেখা দিচ্ছে নানা ধরনের রোগ-ব্যাধি। আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, গত শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাঙ্গামাটিতে ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। গত রোববার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় রাজশাহীতে ৩৭ দশমিক ৮ ডিগ্রি, এর আগে রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াস। একদিনের ব্যবধানে রাজশাহীতে তাপমাত্রা বেড়েছে এক দশমিক ৮ ডিগ্রি। একইভাবে ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা (গত শনিবার) ৩৪ দশমিক ৪ ডিগ্রি থেকে বেড়ে গত রোববার ৩৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস হয়। গত রোববার রাতে ঢাকা ও আশেপাশের অঞ্চলে কালবৈশাখী ঝড়ের সঙ্গে সামান্য বৃষ্টি হয়েছে। গত সোমবার ঢাকার আকাশ মেঘলা থাকলেও গতকাল মঙ্গলবার গরমের তীব্রতা অনেকটা বেড়েছে। ফলে খেটে খাওয়া শ্রমজীবীদের পাশাপাশি হাঁসফাঁস বেড়েছে অফিসগামী মানুষের ও স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের। আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, ৩৬ থেকে ৩৮ ডিগ্রিকে মৃদু, ৩৮ থেকে ৪০ ডিগ্রিকে মাঝারি ও ৪০ ডিগ্রি সেলসিয়াসের চেয়ে বেশি তাপমাত্রাকে তীব্র তাপপ্রবাহ বলা হয়। আবহাওয়া অধিদপ্তর বলছে, ‘গত সপ্তাহের তুলনায় আজকে সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩ ডিগ্রি সেলসিয়াস বেড়েছে। আগামী কয়েকদিন তাপমাত্রা আরও বেড়ে চলমান তাপপ্রবাহ আরও বিস্তৃত হবে।’ তিনি বলেন, ‘এই মাসে মোটামুটি গরম থাকবে। তাপমাত্রা কমার কোনো সম্ভাবনা সেভাবে নেই। বৃষ্টি কম হবে। কোথাও কোথাও হঠাৎ সামান্য ঝড়-বৃষ্টি হবে, এভাবেই চলবে এপ্রিল মাস জুড়ে।
আরো পড়ুন: