গায়ে মাখি ধুলা।
হাজী কাজী নজরুল ইসলাম।
আমার সড়কের কত আপন ধূলারে–
প্রতিদিন গায়ে মাখি।
বৃষ্টি হইলে প্যঁক কাদা মাটি মোর–
গায়েতে মাখিতে বাঁকি।
বাসের ডলায় ট্রাকের ডলাডলিতে-
রাজাও বড় বেকায়দায়।
এমন সড়কটি মিশ্রী নশরতপুরের–
লাকসামের বারান্দায়।
যত দোষ কেবল নন্দ ঘোষেরই—
জনগন সদা সূচি।
এত ডলা ডলিতে চতুষ্পদ যন্রের-
চলাচলের এই রুচি।
তবুও রাজায় দিনরাত খাটিয়া—
ইট বালু করে সাজ।
লাকসামের লোকরা এ সৃজনে—
ধুলার মহারাজ।
নাকে ডুকে ধূলা পড়ে মাথায় মোর–
কত আপন ধূলারে যানি।
প্যাঁক কাদাও সময়ে কৃষকের তরে-
আল্লাহর মেহেরবানী।