স্টাফ রিপোর্টার,
গাজীপুর জেলার কালীগঞ্জে ফ্রান্সের সরকার এর প্রতি তীব্র নিন্দা ও প্রতিবাদের মধ্য দিয়ে জোড়ালো বিক্ষোভ চলছে। ধারণা করা হচ্ছে, কালীগঞ্জের ইতিহাসে এতো বড় বিক্ষোভ সমাবেশ আর কখনো হয়নি। কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজ থেকে পাইলট স্কুলের মাঠে গিয়ে সমাবেশ এর মাধ্যমে পরবর্তী কর্মসূচীর তারিখ জানিয়ে দেওয়া হবে। ফ্রান্সের সরকার মুসলিম বিশ্বের কাছে ক্ষমা না চাওয়া পর্যন্ত তাদের বিক্ষোভ অব্যাহত থাকবে। এই ফ্রান্স সরকার এর পক্ষে এদেশের কোন মিডিয়া-চ্যানেল গেলে সেই মিডিয়া-চ্যানেলকেও বয়কট করা হবে। ইতিমধ্যে ভারত সরকার যে ফ্রান্সের পক্ষ নিয়ে মানবাধিকার লঙ্ঘন করেছে তারও উপযুক্ত জবাব দেওয়া হবে বলে জানান বাংলাদেশ ইসলামি শাসনতন্ত্র এর নেতাগণ। উল্লেখ্য যে, ফ্রান্সে সরকারি ভাবে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ (সাঃ) এর ব্যাঙ্গচিত্র ও কার্টুন প্রকাশ-প্রদর্শনের প্রতিবাদে আপামর ইসলাম প্রিয় তৌহিদী জনতা বিভিন্ন ব্যানার, ফেষ্টুন ও কুশপুত্তলিকা পোড়ানো সহ নানান কর্মসূচী পালন করছে। এই কর্মসূচীতে ওলামা পরিষদ এর নেতারা বলেন, সরকারি ভাবে ফ্রান্সের প্রতি তীব্র নিন্দা ও ফ্রান্স সরকারকে আলটিমেটাম দেওয়ার জন্য এদেশের বর্তমান সরকারকে বাধ্য করা হবে ইনশা-আল্লাহ।
আরো পড়ুন: