”গণ ধর্ষণ মামলার ০৪ জন আসামী গ্রেফতার”
সিদ্ধিরগঞ্জের পশ্চিম কদমতলী এলাকার এক তরুনী ঈদ উপলক্ষে তার বন্ধু ও বান্ধবী মৌসুমী (১৯), পিতা- আমির হোসেন, সাং- বক্তাবলী সিপাইয়াটি, এ/পি- ধর্মগঞ্জ আরাফাত নগর, থানা- ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ’কে নিয়ে গত ০৭-০৬-২০১৯ তারিখ বিকাল অনুমান ০৫.৩০ ঘটিকায় বক্তাবলী এলাকায় বেড়াতে যায়। সেখানে বান্ধবী মৌসুমীর সহযোগীতায় আসামী ১। সুমন (২২), পিতা- বাবুল মিয়া, সাং- ধলাশ্বর, থানা- কলাপাড়া, জেলা- পটুয়াখালী, এ/পি- ধর্মগঞ্জ বেপারী বাড়ী, থানা- ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ, ২। টুটুল (২৮), ৩। ফরহাদ (২২), পিতা- শহিদুল ইসলাম, সাং- লাহারি কান্দা, থানা ও জেলা- জামালপুর, এ/পি- বিসিক শাসনগাও হাজী মোল্লা সাহেবের বাড়ীর ভাড়াটিয়া, থানা- ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ ও ৪। শাকিল (২৩), পিতা- শহিদুল ইসলাম, সাং- কৃপাথ নগর, থানা ও জেলা- ঝালকাঠিগণ সহ আরো ০২ জন উক্ত তরুনীকে আটক করে ৪০,০০০/- টাকা মুক্তিপন দাবী করে।
অতঃপর আসামীগণ তরুনীকে বক্তাবলী নদীর পার্শ্বে সলিম উদ্দিনের ইট ভাটার পুরাতন ভাঙ্গা ঘরে নিয়ে রাত্র ১০.২০ ঘটিকা পর্যন্ত পালক্রমে ধর্ষণ করে। উক্ত ঘটনায় তরুনী বাদী হয়ে অভিযোগ করলে ফতুল্লা মডেল থানায় গণ ধর্ষণ মামলা রুজু করা হয়। মামলার তদন্তকারী অফিসার ইন্সপেক্টর(আইসিপি)