বরাবর
মহাপরিচালক
বর্ডার গার্ড বাংলাদেশ
ঢাকা, বাংলাদেশ
বিষয়ঃ- বিজিবি ৯৬ তম ব্যাচের সার্কুলারে বয়স ছাড় দেওয়া প্রসঙ্গে।
জনাব,
বিনীত নিবেদন এই যে, আমি বাংলাদেশের একজন গর্বিত নাগরিক। সম্প্রতি করোনা মহামারীর জন্য বিজিবির ৯৬ তম সার্কুলার হয় নি। পরবর্তীতে যখন সার্কুলার হবে তখন অনেকের বয়স থাকবে না। এপ্রিল বা মে মাসে সার্কুলার হলে হয়ত জীবনের শেষ সার্কুলার হলেও পেত। অনেকেই স্বপ্ন দেখছে গর্বিত এ পেশার নিয়োজিত থেকে পরিবারের হাল ধরার। হয়তো জুলাই বা আগষ্টে বয়স ২৩ পূর্ণ হবে। এতে করে সার্কুলারে বয়সের লিমিটেশন দেওয়া থাকবে তাতে তারা আবেদন করতে পারবে না।
অতএব, বিনীত নিবেদন এই যে ৯৬ তম সার্কুলারে বয়স সীমা কিছুটা সিথীল করে গর্বিত এ পেশায় নিয়োজিত থাকার সুযোগ দেওয়ার জন্য আপনার সুদৃষ্টি কামনা করছি।
নিবেদক
মোঃ গোলাম রাশেদ চৌধুরী
লাকসাম- কুমিল্লা।
০১৭৪৩-১৩৬৬৫১
আরো পড়ুন: