খিলা রেলওয়ে ষ্টেশান জামে মসজিদের সামনে ময়লা আর্বজনার স্তুপ!
সাইফুল ইসলাম,কুমিল্লা,(দ): জেলা প্রতিনিধি:
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ৮নং খিলা ইউনিয়নের খিলা রেলওয়ে ষ্টেশান জামে মসজিদের সামনে ময়লা আর্বজনার স্তুপ যেন দেখার কেউ নেই? মসজিদে আগত মুসল্লীরা জানান, নামাজ পড়তে এসে পল্টি মুরগী বৃষ্টা ও বাজারের কুড়ে ফেলানো বিভিন্ন আর্বজনা পচা ও দূর গন্ধে নামাজ পড়া অ’সাধ্য কর হয়ে পড়ে। এর ফলে মসজিদের আশে পাশে রয়েছে খাদ্যের দোকান একটু বাতাসে হলে চার দিকে দূর গন্ধ ছড়ায়। আশে পাশে থাকা মানুষের যে কোন রোগে ভোগান্তী পোহাতে হবে বলে মনে করেন স্থানীয় কিছু সচেতন মহল।
এহেন দূর গন্ধ থেকে মুক্তি পেতে স্থানীয় বাজার পরিচালানা কৃর্তপক্ষের ও পরিবেশ অধিদপ্তরের সু- দৃষ্টি কামনা করেন স্থানীয় সচেতন জনতা।