খিলা ইকবাল নগর পোস্ট ই- সেন্টারের ৮ম ব্যাচের মিলন মেলা আলোচনা সভা অনুষ্ঠিত!
সাইফুল ইসলাম,লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার বৃহত্তর লাকসাম- মনোহরগঞ্জ ইকবাল নগর পোস্ট ই- সেন্টারের খিলা বাজারে এক অডিটোরিয়ামে ৮ম ব্যাচের মিলন মেলা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে, উক্ত অনুষ্ঠানে পোস্ট ই- সেন্টারের পরিচালক মাষ্টার অরাবিন্দ দাসের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খিলা আজিজ উল্ল্যা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব মো: মতিউর রহমান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলাইন বাজার স্কুল এন্ড কলেজের প্রফেসর মো: মোজাহিদুল আমিন সোহেল, প্রফেসর পেয়ার, দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার কুমিল্লা দ: জেলা প্রতিনিধি সাংবাদিক সাইফুল ইসলাম প্রমুখ বক্তব্যো রাখেন। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ছাত্র,ছাত্রী, অভিবাক,বৃন্দ উপস্থিত ছিলেন।