বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় কৌতুক অভিনেতা আনিসুর রহমান আনিস মারা গেছেন(ইন্নালিল্লাহি….রাজিউন)।তার বয়স হয়েছিল ৭৮ বছর। রবিবার রাত প্রায় ১১টার দিকে তার নিজ বাসভবন রাজধানীর টিকাটুলির অভয়দাস লেনে স্ট্রোক করে তিনি মারা যান বলে জানিয়েছেন তার জামাতা মো. শিমুল।
মঞ্চ, টিভি ও চলচ্চিত্রের অভিনেতা হলেন – আনিস। কমেডিয়ান হিসেবে ষাট থেকে নব্বইয়ের দশক পর্যন্ত জনপ্রিয়তার তুঙ্গে ছিলেন কমেডিয়ান তারকা আনিস।
টেলিভিশনের বহু নাটকে ও ম্যাগাজিন অনুষ্ঠানে অভিনয় করে এই আনিস একজন কিংবদন্তি তুল্য তারকার মর্যাদা পেয়েছেন। কৌতুকে তিনি যে নতুনত্ব ধারা এনেছিলেন – তা মনে রাখার মতো। তিনি শুধু অভিনেতা নন,তিনি একজন স্টার।
আনিসের আসল নাম – ” আনিসুর রহমান “।
তাঁর জন্ম ১৯৪০ সালের ৪ এপ্রিল তৎকালীন বাংলার জলপাইগুড়িতে। জলপাইগুড়ি এখন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের অভ্যন্তরে। জলপাইগুড়িতে থাকাকালীন সময়ে সেই ১৯৫০ সালে কিশোর বয়স থেকেই ওখানে মাঝেমধ্যে নাটকে অভিনয় করেছেন । জলপাইগুড়ি ছেড়ে ঢাকায় চলে আসেন পঞ্চাশের দশকের মাঝামাঝি সময়ে।
আনিস ঢাকার চিত্র জগতে যোগ দেন ১৯৫৭ সালের দিকে।
প্রথম দিকে আনিস ছবির জগতে সহকারী চিত্র সম্পাদক হিসেবে কাজ শুরু করেন।
আনিসের প্রথম অভিনীত ছবি – বিষকন্যা। এ ছবিতে কাজ শুরু করেন ১৯৫৯ সালের দিকে। কিন্তু দুর্ভাগ্য, পরবর্তীতে এ ছবিটি মুক্তি পায় নি।
আনিস বিয়ে করেন ১৯৬৫ সালে আপন খালাতো বোন কুলসুম আরা বেগমকে। আনিস আনুমানিক ৪০০ ছবিতে অভিনয় করেছেন।
সিলেট , নোয়াখালী , চট্টগ্রাম কিম্বা বরিশালের আঞ্চলিক ভাষায় সংলাপ বলে কৌতুক দেখিয়ে টেলিভিশন ও
সিনেমা দর্শককে একসময় দারুন আনন্দ দিয়েছিলেন । খুবই হাসিখুশি প্রাঞ্জল মানুষ – এমন মানুষ খুব সহজে চোখে পড়ে না। তার মৃত্যুতে বাংলাদেশের সিনেমা জগতের যে শুন্যতার সৃষ্টি হলো,এই শুন্যতা কোন দিনই পূর্ন হবে না।
লিয়াকত হোসেন খোকন