মহিউদ্দিন সরকারঃ
কুমিল্লায় কোম্পানীগঞ্জ বাজারে আজ কুমিল্লা র্যাব ১১ ও ভোক্তা অধিদপ্তর যোথ অভিযান পরিচালনা করা হয় এই সময় মৈয়াদ উওনীয় পন্য রাখায় কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা করে এবং ভেজাল চানাচুর৩০ ও লবন ধংসকরে নিজস্ব প্রতিবেদক। কুমিল্লার কোম্পানীগঞ্জ আাজার এলাকায় ঝটিকা অভিযান। কুমিল্লা র্যাব-১১ সিপিস -২ এর নিজস্ব গোয়েন্দাদের তথ্যের ভিত্তিতে আজ সোমবার দুপুরে র্যাব এর এক্সপার্ট টিমের কোম্পানীগঞ্জ বাজারের বিভিন্ন ব্যাবসায়ী প্রতিষ্ঠানে মেয়াদ উতীন এবং অস্হাকর পরিবেশে খাবার রাখার দায়ে কয়েকটি ব্যবসাদার প্রতিষ্ঠানকে আথিক জরিমানা করে এই সময় মানহীন চানাচরু ৩০ কেজি লবন ২০ কেজি ধংশ করা হয় এবং তিনটি প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকার জরিমানা করে র্যাব ১১ ও ভোক্তা অধিদপ্তর । ‘ভেজাল বিরোধী অভিযান প্রতিদিন নিয়মিত চলবে কুমিল্লার বিভিন্ন এলাকায়’ বললেন র্যাব ১১ সিপিসি-২ ভারপ্রাপ্ত কমান্ডার প্রণব কুমার। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কুমিল্লা জেলা অফিসের সহকারী পরিচালক আসাদুল ইসলাম, র্যাব ১১ সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার প্রণব কুমার।
আরো পড়ুন: