কুমিল্লায় ডিবি’র সাথে “বন্দুকযুদ্ধে” পাঁচথুবী সীমান্ত এলাকার শীর্ষ ইয়াবা সম্রাট রাসেল নিহত! ২পুলিশ আহত, ইয়াবা ও অস্ত্র উদ্ধার
২৯/০৮/১৯ তারিখে কোতয়ালী থানাধীন গোমতী নদীর বেড়িবাধঁ শ্রীপুর এলাকায় কতিপয় মাদক ব্যাবসায়ী মাদক ভাগাভাগি করিতেছে মর্মে সংবাদের প্রেক্ষিতে অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা, কুমিল্লা সাহেবের নেতৃত্বে একটি চৌকস টিম এবং কোতয়ালী থানার একটি টিম মিলে অভিযান পরিচালনা কালে রাত্রী ০১:১৫ ঘটিকার সময় উল্লেখিত স্থানে পৌছালে মাদক ব্যবসায়ীরা পুলিশ লক্ষ্য করে ইট, পাটকেল নিক্ষেপসহ এলোপাথারী গুলি বর্ষন করে। তখন অফিসার ইনচার্জ সাহেবের নির্দেশক্রমে ডিবির চৌকস টিম আত্মরক্ষার জন্য গুলি ছোড়ে। উভয়ের মধ্যে গুলি বিনিময়ের প্রাক্কালে গোলাগুলির এক পর্যায়ে আসামীরা পালিয়ে যায়। এলাকা তল্লাশী কালে অজ্ঞাত যুবক মাদক ব্যবসায়ীকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য দ্রুত কুমিল্লা মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়। কর্তব্যরত ডাক্তার আসামীকে মৃত ঘোষনা করেন। বন্ধুক যুদ্ধে জেলা গোয়েন্দা শাখার কং/৫২৭ মোঃ মাহবুব ও কং/৪৫৮ মোঃ বিল্লাল হোসেন আহত হোন। আহত পুলিশ সদস্যদের পুলিশ হাসপাতালে নেওয়া হচ্ছে। ঘটনাস্থল হতে ৫৫০০ পিস ইয়াবা ট্যাবলেট, ০১টি পাইপগান, ০২ রাউন্ড তাজা কার্তুজ০৩ রাউন্ড ফায়ারকৃত কার্তুজ, ১টি রামদা উদ্ধার করা হয়।আসামীদের বিরুদ্ধে মামলা রজু প্রত্রিুয়াধীন।
আরো পড়ুন: